নয়াদিল্লি: মুক্তির আগেই ‘উড়তা পঞ্জাব’ বিতর্কের মধ্যে দিয়ে চললেও, এই ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি অন্যতম চরিত্র আলিয়া ভট্ট। নিজেই জানালেন, এই ছবিকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছিলেন।
নিজের ছোট্ট ফিল্ম কেরিয়ারে ২৩ বছরের আলিয়া ইতিমধ্যেই বেশ কিছু ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। আলিয়া জানান, তিনি এমন চরিত্র করতে চান, যা ভক্তরা তাঁকে নিয়ে ধারণাই করতে পারবে না।
এই ছবিতে তাঁকে এক মানসিক দৃঢ় বিহারী মহিলার ভূমিকায় দেখা গিয়েছে। অভিনেত্রী জানান, স্ক্রিপ্ট পড়ার পর এই চরিত্রটি তাঁকে আকৃষ্ট করে। এর মধ্যে তিনি একটা চ্যালেঞ্জ খুঁজে পেয়েছেন।
আলিয়ার মতে, তিনিই এমনই ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। তিনি চান না, এমন কোনও চরিত্র, যা তিনি আগেও করেছেন। তিনি বলেন, এই ছবিতে এমন একটি চরিত্র পাই যা আগে আমি করিনি। ফলে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল।
আলিয়া জানান, চরিত্রটিকে ফুটিয়ে তুলতে তিনি কর্মশালায় যোগ দেন। বিহারের গ্রামের মহিলাদের আদব-কায়দা শিখতে হয়েছে, তাঁদের কথা বলার ধরন রপ্ত করতে হয়েছে। কারণ, শহরের মেয়ের থেকে গ্রামের মহিলারা আলাদা হন। আলিয়া বলেন, আমরা অনেক সময় হাত নেড়ে, চোখ ঘুরিয়ে কথা বলি। কিন্তু, গ্রামের মহিলাদের কথা বলার সময় চোখে-মুখে এমন কোনও ভঙ্গি থাকে না। তাঁদের চাহনিতে কোনও অনুভূতি ফুটে ওঠে না।
ভিন্ন চরিত্র করার চ্যালেঞ্জ নিতেই ‘উড়তা পঞ্জাব’ করি: আলিয়া ভট্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2016 10:23 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -