আমেরিকায় আসার সময় ইংরেজি জানতেন? দেখুন, কী বললেন প্রিয়ঙ্কা চোপড়া
ABP Ananda, Web Desk | 28 Oct 2016 02:27 PM (IST)
মুম্বই: প্রিয়ঙ্কা চোপড়ার এখন তুঙ্গে বৃহস্পতি। যাতেই হাত দিচ্ছেন, সোনা হয়ে যাচ্ছে। ইউটিউবে তাঁর ইন্টারভিউ দেখতে ভিড় করছেন ফ্যানেরা। অর্থহীন প্রশ্নেরও কীভাবে বুদ্ধিদীপ্ত জবাব দিতে হয়, তা শেখাতে পারেন প্রিয়ঙ্কা। নেটফ্লিক্সে 'দ্য চেলসি শো'-য়ে তাঁর সাক্ষাৎকার সে কথাই প্রমাণ করল। ভালভাবেই চলছিল সাক্ষাৎকার। অনুষ্ঠানের আহ্বায়ক চেলসি হ্যান্ডলারের সঙ্গে কথোপকথন উপভোগ করছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু আচমকা চেলসি তাঁকে একটি খাপছাড়া প্রশ্ন করে বসেন। জানতে চান, আমেরিকায় প্রথমবার আসার সময় প্রিয়ঙ্কা ইংরেজি জানতেন কিনা। জবাবে প্রাক্তন বিশ্বসুন্দরীর বুদ্ধিদীপ্ত জবাব, ভারতের ১০ শতাংশ বাসিন্দা ঝরঝরে ইংরেজি বলেন, অর্থাৎ ১৩লাখ মানুষ। যা বহু দেশের জনসংখ্যার থেকে বেশি। দেখুন সেই সাক্ষাৎকার।