মুম্বই: আজ মুক্তি পেল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বহু প্রতীক্ষিত ছবি 'ঝুন্ড' (Jhund)। ইতিমধ্যেই এই ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ছবি মুক্তির কয়েকদিন আগেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের অন্যান্য় তারকারা। 'ঝুন্ড' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও (Aamir Khan)। তিনি ছবিটি দেখে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, চোখের জল ধরে রাখতে পারেননি। এ তো গেল আমির খানের প্রতিক্রিয়া। কিন্তু এটা কি জানেন, 'ঝুন্ড' ছবিতে অভিনয়ের জন্য কোন বলিউড সুপারস্টার রাজি করান অমিতাভ বচ্চনকে?


জানা যায়, 'ঠগস অফ হিন্দুস্তান' ছবির সময় থেকেই অমিতাভ বচ্চন ও আমির খানের মধ্যে সম্পর্ক আরও ভালো হয়। ছবিতে তাঁরা একে অপরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন। পাশাপাশি সকলেই জানেন, আমির খান কতটা বাছা বাছা স্ক্রিপ্টের উপর ছবি করেন। তাঁর এমন পছন্দের জন্যই তাঁকে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। আর আমির খান যদি কাউকে কোনও পরামর্শ দেন, তাহলে সেই ব্যক্তিও তাঁর পরামর্শ অগ্রাহ্য করতে পারেন না। এমনটাই হয়েছে অমিতাভ বচ্চন এবং আমির খানের মধ্যে।


আরও পড়ুন - Tiger 3: 'টাইগার থ্রি' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন সলমন খান


সূত্রের খবর, 'ঝুন্ড' ছবির শ্যুটিং শুরু হওয়ার আগে স্ক্রিপ্ট পড়েন আমির খান। ছবির গল্প তাঁর এতটাই মনকে ছুঁয়ে যায় যে, তিনি সঙ্গে সঙ্গে এই ছবির জন্য অমিতাভ বচ্চনের কথা বলেন। আর তিনি রাজি করান বিগ বি-কে। আমির খান মনে করেছিলেন, এই ছবির জন্য একমাত্র অমিতাভ বচ্চনই আদর্শ ব্যক্তি হতে পারেন। এই খবরের সত্যতা জানিয়ে এক সাক্ষাৎকারে বিগ বি বলেন, 'আমার মনে আছে আমি আমিরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছিলাম। ও আমাকে বলে এই ছবিটা অবশ্যই আমার করা উচিত। আর আপনারা তো সকলেই জানেন, আমির কোনও কিছু বললে, সে কথার গুরুত্ব কতটা থাকে।'


প্রসঙ্গত, আমির খানকে খুব শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবির কাজ সময় মতো শেষ না করতে পারার কারণে বেশ কয়েকবার ছবির মুক্তির দিন পরিবর্তিত হয়। অবশেষে জানা গিয়েছে, আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে করিনা কপূর খানকে।