মুম্বই: নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে পাল্লা দেওয়া এখন কঠিন। কিন্তু তাঁর ফ্যানরাই থামতে দেন না তাঁকে। বললেন সলমন খান। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা আইফা অ্যাওয়ার্ডসের দিনক্ষণ সংক্রান্ত একটি বৈঠকে সলমন বলেছেন, বয়স যত বাড়ছে, তত কঠিন হয়ে যাচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে তাল মেলানো। কিন্তু ফ্যানদের সংক্রমক উন্মাদনা আর উৎসাহ তাঁকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। আইফার মঞ্চে প্রতি বছর নিয়মিত পারফর্ম করেন সুলতান, বজরঙ্গী ভাইজানের মত একের পর এক সুপার ডুপার হিট ছবির নায়ক। এ বছর আইফার অনুষ্ঠান হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১৩-১৫ জুলাই। সলমন জানিয়েছেন, টিউবলাইটের গান রেডিও-র সঙ্গে এ বছর পারফর্ম করবেন তিনি। হয়তো পুরস্কারও তুলে দেবেন প্রাপকের হাতে। সুলতানের জন্য এ বছর সেরা অভিনেতা বিভাগে তিনিও মনোনয়ন পেয়েছেন। বাকিরা হলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শাহিদ কপূর ও সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু সলমন মনে করেন না, তিনি কোনওভাবেই সেরা অভিনেতার পুরস্কার পাবেন। কারণ তিনি বিশ্বাস করেন আইফা ও ফ্যানদের থেকে পাওয়া ভালবাসার পুরস্কারে, আনুষ্ঠানিক পুরস্কার তাঁর জায়গা নয়।