মুম্বই: বলিউড পা দেওয়ার জন্যে তৈরি বর্তমান প্রজন্ম। তারমধ্যে সামনের তালিকায় নাম রয়েছে জাহ্নবী, সারা আলি খান, নভ্য নাভেলি নন্দা এবং আরও অনেকের। তবে সেফ আলি খানের কন্যা সারার জনপ্রিয়তা যে বেশ ভাল সেটা বোঝাই যাচ্ছে।
প্রসঙ্গত, যে সলমন খানের থেকে ব্রেক পাওয়ার জন্যে অপেক্ষায় থাকেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা, তাঁর ডাকেই নাকি সাড়া দেননি সারা।
সূত্রের দাবি, নিজের ভগ্নিপতি অর্পিতার স্বামী আয়ুশ শর্মাকে বলিউডে আনার জন্যে প্রস্তুত করছেন সলমন। আর তাঁর বিপরীতেই অভিনয় করানোর জন্যে সারাকে মেসেজ করে ডেকে পাঠিয়েছিলেন সলমন। এমনকি সলমনের জনসংযোগ আধিকারিকের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েও দেওয়া হয়, সারা-আয়ুশ একসঙ্গে ছবি করতে চলেছেন। কিন্তু তারপরই জানা গিয়েছে সারা সেই প্রস্তাবে সাড়া দেননি।
এদিকে সারা কর্ণ জোহরের সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী। বলিউডে নবাগতদের সফলভাবে নিয়ে আসার জন্যে বিখ্যাত কর্ণ। অথচ সলমনের নবাগতদের নিয়ে করা ছবি বাজারে তেমন সাফল্য পায়নি। সুরাজ পাঞ্চোলি-আতিথিয়া শেঠ্ঠির ছবি ‘হিরো’ একেবারেই বক্স অফিসে দাগ কাটতে পারেনি।
তবে বলিউডে কেরিয়ার শুরু আগে সারার এধরনের আচরণে সলমন যে বিরক্ত সেকথা বলাই বাহুল্য।
সেফ কন্যাকে দেখা করতে বলেছিলেন সলমন, কিন্তু সে ডাকে সাড়া দেননি সারা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2017 01:03 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -