সুশান্তের শেষ ছবি 'দিল বেচারা'। Disney+ + Hotstar ওয়েব প্ল্যাটফর্মেই প্রকাশিত হয়েছে ছবির গান, ট্রেলার। প্রতিটিই অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। গানগুলির সুর দিয়েছেন এ আর রহমান। ডিজনি প্লাস হটস্টার সম্প্রতি জানিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা। সুশান্ত স্মরণে গান গাইবেন এ আর রহমান, সুনিধি, শ্রেয়া, কোথায় কীভাবে দেখবেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 11:16 AM (IST)
শান্তের শেষ ছবির নামেই রাখা হয়েছে অনুষ্ঠানের নাম -'দিল বেচারা'। এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পাবেন ...
মুম্বই: ১৪ জুন। রবিবারের সকালটা থমকে গিয়েছিল একটি খবরে। বলিউডে নক্ষত্রপতন। চলে গেলেন সুশান্ত সিংহ রাজপুত। ময়নাতদন্ত তাঁর মৃত্যুকে আত্মহত্যা বললেনও, এখনও সুশান্তের মৃত্যুর কারণ ঘিরে চলছে তর্ক। পটনার বাড়িতে সুশান্তকে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে তাঁর পরিবারে। এবার প্রিয় তারকাকে গানে-গানে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করবে বলিউড। করোনা আবহে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সুশান্ত-স্মরণ করবে বলিউড-পরিবার। আগামী ২২ জুলাই, বুধবার, দুপুর ১২টায় লাইভ মিউজিক্যাল কনসার্টের আয়োজন করেছে সোনি মিউজিক ইন্ডিয়া। সহযোগী ফক্স স্টার স্টুডিওজ ও ডিজনি হটস্টার। সুশান্তের শেষ ছবির নামেই রাখা হয়েছে অনুষ্ঠানের নাম -'দিল বেচারা'। এই অনুষ্ঠান দর্শকরা দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টার ( Disney+ + Hotstar) ওয়েব প্ল্যাটফর্মে। গায়কের তালিকাও সুদীর্ঘ। এর আর রহমান, অরিজিৎ সিংহ, মোহিত চহ্বান, শ্রেয়া ঘোষাল, সুনিধি চহ্বান প্রমুখ। অনুষ্ঠানের খবর ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন 'দিল বেচারা'-র পরিচালক মুকেশ ছাবরা।