নারকেলডাঙা মেন রোডে কারখানার একাংশ, চারটি দোকান পুড়ে ছাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 08:26 AM (IST)
তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
কলকাতা: নারকেলডাঙা মেন রোডে কাগজের কারখানায় আগুন লাগল। পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানার একাংশ ও আরও চারটি দোকান। গতকাল রাত ১টা নাগাদ প্রথমে ওই কারখানায় আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরও চারটি দোকানে। সেগুলিও পুড়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।