মুম্বই: সেরে উঠছেন দিলীপকুমার। চিকিৎসায় ঠিকমত সাড়া দিচ্ছেন তিনি। বর্ষীয়াণ অভিনেতার স্ত্রী সায়রা বানু জানিয়েছেন এ কথা।

ডান পা আচমকা ফুলে যাওয়ায় মঙ্গলবার সকালে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৯৩ বছরের অভিনেতাকে। সায়রা জানিয়েছেন, এখন অনেক সেরে উঠেছেন দিলীপ। তবে বৃহস্পতি ও শুক্রবার হাসপাতালেই থাকতে হবে তাঁকে। চিকিৎসকরা তাঁর যথেষ্ট খেয়াল রাখছেন, পরিজনরা চান, তাঁর শরীরের সবরকম পরীক্ষা হোক।

দিলীপকুমারের প্রকৃত নাম মহম্মদ ইউসুফ খান। ‘মধুমতী’, ‘দেবদাস’, ‘মুঘল এ আজম’-এর মত বহু ক্লাসিক ছবিতে কাজ করেছেন তিনি। শেষ তাঁকে পর্দায় দেখা গেছে ১৯৯৮-এ, ‘কিলা’ ছবিতে।