মুম্বই: দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলিউডের প্রবীণ নেতা দিলীপ কুমার। আগের চেয়ে তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানা গিয়েছে।


কিডনি-সমস্যা নিয়ে গত বুধবার তিনি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন। তাঁর মূত্রনালীতে সংক্রমণের পাশাপাশি ডিহাইড্রেশন (শরীরের থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া) দেখা দিয়েছিল। তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।


এদিন ৯৪ বছরের অভিনেতার পারিবারিক বন্ধু ফৈজাল ফারুকী জানান, দিলীপ সাব এখন অনেকটাই ভাল আছেন। তাঁর জন্য সকলে প্রার্থনা করুন। তিনি যোগ করেন, লীলাবতী হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল দিলীপ সাবের চিকিৎসা করছেন। সেখানে ২৪-ঘণ্টা রয়েছেন সায়রা বানু।


হাসপাতাল সূত্রে খবর, দিলীপ কুমারকে এখনও আরও ২-৩ দিন আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হবে। তারপর অভিনেতার শরীর চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছে, তার ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ।