কলকাতা: কমল হাসান, দেব সহ চলচ্চিত্র জগতের অনেক তারকাই যখন ২৮ শতাংশ পণ্য ও পরিষেবা করের (জিএসটি) তীব্র বিরোধিতা করছেন, তখন উল্টো সুর শাহরুখ খানের। কলকাতায় আসার পথে বলিউড বাদশা বলেছেন, ‘২৮ শতাংশ কর চালু হওয়ার ফলে এ বিষয়ে সঙ্গতি হয়েছে। অবশেষে উপভোক্তারা করের সুবিধা পাবেন। এখনই হয়তো জিএসটি-র ফল পাওয়া যাবে না। তবে ভবিষ্যতে পরোক্ষভাবে উপভোক্তারা এর সুবিধা পাবেন।’


‘জব হ্যারি মেট সেজল’ ছবির প্রচারের জন্য কলকাতায় আসছিলেন শাহরুখ। সেই সময় তিনি পিঠে চোট পান। এর ফলে কলকাতায় পৌঁছতে কিছুটা দেরি হয়। তবে তা সত্ত্বেও কলকাতায় আসেন শাহরুখ। ছবির প্রচারের পাশাপাশি জিএসটি নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এর আগে প্রত্যেকটি রাজ্যে আলাদা কর ছিল। কোনও রাজ্যে কর ছিল কম, আবার কোনও রাজ্যে বেশি। এখন সারা দেশে একই কর চালু হওয়ায় খুব ভাল হয়েছে। এর ফলে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ব্যবসা লাভবান হবে। আগামী কয়েক বছরে সবাই অভ্যস্ত হয়ে যাবেন।