নয়াদিল্লি : তিনি বলিউডের ট্র্যাজেডি কিং। হিন্দি ছবিতে রোমান্টিক চরিত্রে অভিনয়ের জন্য সদ্য প্রয়াত দিলীপ কুমারের কোনও বিকল্প ছিল না। হিন্দি সিনেমার স্বর্ণালী যুগের নায়িকা নার্গিস, মধুবালা, নিম্মি, বৈজয়ন্তীমালা, মীনা কুমারী, ওয়াহিদা রেহমান- সবাই দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন। এবং হিন্দি ছবির জগতে ৬ দশক ধরে অভিনয় করাকালীন তিনি ইন্ডাস্ট্রির সেরা নায়িকাদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। শোনা যায় যে, তিনি সবসময়ই তাঁর বিপরীতে ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রীদের পছন্দ করতে বলে। ১৯৪৪ সালে 'জোয়ার-ভাঁটা' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন দিলীপ কুমার। তার পর থেকে বছরের পর বছর ধরে, যুগের শীর্ষ অভিনেত্রীরা তাঁর বিপরীতে হিট সিনেমাগুলি সরবরাহ করেছেন। দিলীপ কুমারের সঙ্গে এই পাঁচজন অভিনেত্রীর জুটি মানুষের মনে গেঁথে রয়েছে।


১. নার্গিস - 'আনোখা পেয়ার' (১৯৪৮) থেকে 'দিদার' (১৯৫১) পর্যন্ত ৭টি ছবিতে ট্র্যাজেডি কিং দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেন নার্গিস। শোনা যায়, ১৯৫৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'মাদার ইন্ডিয়া'-তে নার্গিসের ছেলের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছিলেন অভিনেতা। এছাড়াও ১৯৪৮-এ 'মেলা' ছবিতে শৈশবের প্রেমিকের ভূমিকাতেও অভিনয় করেছিলেন দিলীপ কুমার এবং নার্গিস।


২. বৈজয়ন্তীমালা - 'কৌন কমবখত বরদাস্ত করনে কে লিয়ে পীতা হ্যায়?' দেবদাস ছবিতে দিলীপ কুমারের হিট ডায়লগ এটি। সেই দেবদাস ছবিতেই চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন বৈজয়ন্তীমালা। এছাড়াও দিলীপ কুমার-বৈজয়ন্তীমালা হিট জুটি দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছে। তাদের মধ্যে অন্যতম দেবদাস, মধুমতী। 


৩. মধুবালা - দিলীপ কুমার এবং মধুবালার জুটি ছিল দর্শকদের কাছে স্বপ্নের মতো। এই জুটির প্রথম ছবি তারানা। যা ১৯৫১ সালে মুক্তি পায়। এরপর এই জুটি সঙ্গদিল, অমর প্রভৃতি ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন। তবে দিলীপ কুমার-মধুবালা জুটির যে ছবির কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়, তা হল 'মুঘল-ই-আজম'।


৪. মীনা কুমারী - দিলীপ কুমারকে যেমন বলিউডের ট্র্যাজেডি কিং বলা হয়, তেমনই বলিউডের ট্র্যাজেডি কুইন বলা হত মীনা কুমারীকে। এই জুটি একসঙ্গে অভিনয় করেছে আজাদ, কোহিনূর ছবিতে। আশ্চর্যজনকভাবে দুটি ছবিতেই ট্র্যাজেডি কিং এবং ট্র্যাজেডি কুইন দুজনে আনন্দদায়ক ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও এই জুটি ফুটপাথ ছবিতেও অভিনয় করে।


৫. সায়রা বানু - শোনা যায় যে, শুরুর দিকে সায়রা বানুর সঙ্গে জুটি বাঁধতে চাননি দিলীপ কুমার। এর একমাত্র কারণ হিসেবে শোনা গিয়েছিল, সায়রা বানু দিলীপ কুমারের থেকে বয়সে অনেকটাই ছোট হওয়ার জন্য। যদিও পরবর্তীকালে দিলীপ কুমারের রিয়েল লাইফ হিরোইন সায়রা বানুর সঙ্গে গোপী, সাগিনা, বৈরাগ এবং আরও অনেক ছবিতেই জুটি বেঁধে অভিনয় করেন।