'Jogi': আলি আব্বাস জফরের আগামী ছবি 'যোগী'তে দিলজিত-আমায়রা জুটি

'Jogi' Update: অবশেষে নাম ঘোষণা হয়ে গেল। নামী পরিচালক আলি আব্বাস জফরের আগামী ছবিতে দিলজিত দোসানজের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আমায়রা দস্তুরকে। ছবির নাম 'যোগী'।

Continues below advertisement

নয়াদিল্লি: আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল। দিলজিত দোসানজ্ (Diljit Dosanjh) ও আমায়রা দস্তুর (Amyra Dastur) একসঙ্গে ছবি করবেন। ছবির নাম 'যোগী' (Jogi)। পরিচালনায় আলি আব্বাস জফর (Ali Abbas Zafar)।

Continues below advertisement

পর্দায় দিলজিত-আমায়রা জুটি

অবশেষে নাম ঘোষণা হয়ে গেল। নামী পরিচালক আলি আব্বাস জফরের আগামী ছবিতে দিলজিত দোসানজের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী আমায়রা দস্তুরকে। ছবির নাম 'যোগী'। অভিনেত্রীকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমার পোস্টারটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন তৈরি হয়েছে, এখন বলতেই হয় যে সকলেই খুব উত্তেজিত!

এই ছবিতে কাজের প্রসঙ্গে আমায়রা বলেন, 'এটি এখনও পর্যন্ত আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। গল্পটি বেশ গভীর কারণ এটি ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তের একটির মধ্যে সেট করা হয়েছে। এই চরিত্রটি আমার কাছে অত্যন্ত মূল্যবাণ এবং এতে জীবন্ত করার জন্য যে কঠোর পরিশ্রম হয়েছে তা আমি সবসময় আমার হৃদয়ের কাছে রাখব। আমার অনুরাগীরা বেশ চমকিত হবেন এবং আমি নিশ্চিত দর্শক বেশ খুশিই হবেন এই চরিত্র ও ছবিটি দেখে। আমরা এটা করোনা অতিমারীর মধ্যে শ্যুটিং করেছিলাম এবং দর্শকদের প্রতিক্রিয়া দেখে বেশ ইতিবাচক লাগছে।'

 

এই বছরেরই ১৬ সেপ্টেম্বর প্রথম সারির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ এই ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবিতে দিলজিত দোসানজ্ ও আমায়রা দস্তুর ছাড়াও দেখা মিলবে হিতেন তেজওয়ানি, কুমুদ মিশ্র, জিশান আয়ুবের মতো তাবড় অভিনেতাদের। এই ছবি বন্ধুত্ব, সাহসিকতা, ভালবাসা এবং আশার আকর্ষণীয় গল্প বলবে। দর্শক উন্মুখ এই ছবির জন্য, আশা নির্মাতাদের।

আরও পড়ুন: Vaani Kapoor: জন্মদিনে নতুন ছবির শ্যুটিং শুরু করলেন বাণী কপূর

Continues below advertisement
Sponsored Links by Taboola