মুম্বই: সুনীল গ্রোভার, আলি আসগরের পর এবার 'কপিল শর্মা শো' (The Kapil Sharma Show) ছাড়লেন ক্রুষ্ণা অভিষেক (Krushna Abhishek)। তাঁর এই শো ছাড়তে চলার খবর আগেই শোনা যাচ্ছিল বিভিন্ন সূত্রে। অবশেষে নিজেই এই খবরে শিলমোহর দিয়েছেন ক্রুষ্ণা। জানিয়ে দিয়েছেন, 'দ্য কপিল শর্মা শো'-এর নতুন সিজনে তাঁকে আর দেখা যাবে না। কিন্তু কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন ক্রুষ্ণা? 


'দ্য কপিল শর্মা শো' ছাড়লেন ক্রুষ্ণা অভিষেক-


টেলিভিশনের পর্দায় ফের দেখা যেতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, আসন্ন সিজন একেবারে নতুন অবতারে দেখতে পাবেন দর্শকেরা। 'দ্য কপিল শর্মা শো'-এর এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, 'এবার 'দ্য কপিল শর্মা শো' একেবারে ভিন্ন রূপে আসছে। অনেক নতুন শিল্পীরা যুক্ত হবেন এখানে। আসন্ন সিজনে আর দেখা যাবে না ক্রুষ্ণা অভিষেককে। সম্প্রচারিত চ্যানেল খুব শীঘ্রই অফিশিয়ালি ঘোষণা করবেন যে কবে থেকে দেখা যাবে।' সূত্রের এই খবরে শিলমোহর দিয়ে ক্রুষ্ণা অভিষেক বলেন, 'করছি না 'দ্য কপিল শর্মা শো'। এগ্রিমেন্ট ইস্যুর কারণে এই সিদ্ধান্ত।' সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বেতন সংক্রান্ত সমস্যার জন্যই শো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রুষ্ণা অভিষেক।


অন্য একটি সূত্রে বলা হচ্ছে, 'নির্মাতা এবং ক্রুষ্ণা অভিষেক দুপক্ষই তাঁদের সেরা চেষ্টা চালিয়েছে সমস্ত সমস্যা মিটিয়ে ফেলার। কিন্তু এই ঘটনার অন্যতম বড় কারণ হল পারিশ্রমিক সমস্যা। আশা করা যাচ্ছে, 'দ্য কপিল শর্মা শো'-এর নির্মাতাদের সঙ্গে ক্রুষ্ণা অভিষেকের এই সমস্যা শীঘ্রই মিটে যাবে। আর তিনি দ্রুত শোয়ে ফিরে আসবেন। এখনও আমরা আশা ছাড়ছি না।' এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি কপিল শর্মা (Kapil Sharma)।


আরও পড়ুন - Raju Srivastava Health: আইসিইউতে রাজু শ্রীবাস্তব, আচমকা সেখানে ঢুকে পড়লেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি! তারপর?


প্রসঙ্গত, দিন কয়েক আগেই 'কপিল শর্মা শো' ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন শোয়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আলি আসগর। ২০১৭ সালে 'দ্য কপিল শর্মা শো' শো ছেড়েছেন আলি আসগর। কম-বেশি সেই সময়ই সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার সম্পর্কের অবনতি ঘটে। এবং সুনীলও কপিলের শো ছাড়েন। সুনীল গ্রোভারের (Sunil Grover) শো ছেড়ে যাওয়া এবং আলি আসগরের শো ছেড়ে যাওয়ার পিছনে কারণ কি এক? কী কারণে কপিল শর্মার (Kapil Sharma) শো ছাড়েন আলি আসগর? সম্প্রতি এক সাক্ষাৎকারে আলি আসগর জানান যে, 'দ্য কপিল শর্মা শো'-এ তাঁর অভিনীত চরিত্রটির কোনও উন্নতি ছিল না। এবং সেই কারণেই তিনি কাজটিকে নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তিনি বলেন, 'কাজের দিক থেকে আমি সন্তুষ্ট ছিলাম না। আমার চরিত্র (নানি)র কোনও বৃদ্ধি হচ্ছিল না। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগেও আমি এই টিমের সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম। 'দাদি' হিসেবে আমি অনেক পারফর্ম করেছি। কিন্তু 'নানি'র চরিত্রে তেমনটা নয়। যখন এই শোয়ে আমার কনট্র্যাক্ট রিনিউ করার সময় আসে, তখন আমি আমার চিন্তাভাবনা টিমকে জানাই। এটাই বলি যে আমি এই শো চালিয়ে যেতে রাজি নই। দুর্ভাগ্যবশত, সেই সময়ই কপিল এবং সুনীলের মধ্যে সমস্যা তৈরি হয়। হতে পারে, কপিল জানত না যে আমি শো ছাড়ছি। হতে পারে, এই খবর ওর কাছে পৌঁছয়নি। শিল্পী হিসেবে আমি কারও সঙ্গে প্রতারণা করতে পারব না। আমি যদি খুশি না থাকি, তাহলে কীভাবে আমি দর্শকদের বিনোদন দেব? তাই এটাই সঠিক সিদ্ধান্ত হবে যে আমি শো ছেড়ে দিই। যদি পরবর্তীকালে সবকিছু ফের ঠিক হয়, তাহলে ফের আমরা একসঙ্গে কাজ করব।'