কলকাতা: কলকাতায় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)। ৩০ নভেম্বর শনিবার দিলজিতের প্রথম কলকাতায় অনুষ্ঠান। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আমদাবাদ, লখনউ, পুণে ঘুরে এ বার কলকাতার বুকে দিলজিৎ। গান শোনাবেন, গানে ভাসাবেন শ্রোতাদের। আর কনসার্টের আগের দিনই তিনি পৌঁছে গিয়েছিলেন দিলজিৎ। সকাল শুরু করলেন মল্লিকঘাটের ফুলের বাজারে। এরপরে হাওড়া ব্রীজ, হলুদ ট্যাক্সি, দক্ষিণেশ্বর.. দিলজিতের কলকাতা সফরের সঙ্গী হয়ে রইলেন মৌসুমী ভৌমিক।
হিসেব মেলাতে পারছেন না? সদ্য কলকাতায় পা রেখেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। প্রথমেই তিনি গিয়েছিলেন ভোরের মল্লিকবাজারে। সেখানে গিয়ে তিনি কথা বলেন ফুল বিক্রেতাদের সঙ্গে। কখনও তিনি তাঁদের হাতে তুলে দেন ফুল। কখনও আবার তাঁরা দিলজিতের হাতে। এরপরে তিনি পায়ে হাঁটেন হাওড়া ব্রিজে নেমে। চড়েন হলুদ ট্যাক্সিতে। বসে থাকেন জগন্নাথ ঘাটে। চেখে দেখেন কলকাতার আস্বাদ। আর তাঁর সেই কলকাতা সফর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়ার সময় তিনি যে গান ব্যবহার করলেন সেটি হল মৌসুমী ভৌমিকের, 'আমি শুনেছি সেদিন তুমি'।
দুই প্রজন্ম, দুই শিল্পী। কিন্তু তাঁদের দুজনকে যেন মিলিয়ে দিল কলকাতা। দিলজিতের রিলে এই বাংলা গান মনে ধরেছে দর্শকদের। অনেকেই বলেছেন, 'আমার প্রিয় গান'। কেউ আবার দিলজিৎকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতায় আসার জন্য। সব মিলিয়ে কলকাতায় প্রথমবার পা রেখেই দিলজিৎ জিতে নিলেন দর্শকদের মন। প্রসঙ্গত, এরপরে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেন দিলজিৎ। সেখানে তিনি সেলফি তোলেন, কথা বলেন অনুরাগীদের সঙ্গে। সমস্ত অনুরাগীরাও আল্পুত সঙ্গীতশিল্পীকে এত কাছ থেকে পেয়ে। আগামীকাল শহরে দিলজিতের কনসার্ট। প্রথমবার কলকাতাকে সুরে ভাসানোর আগের দিন, কলকাতার আমেজ গায়ে মেখে নিতে, তিলোত্তমাকে নিজের মতো করে চিনে নিলেন দিলজিৎ। তাঁর এই কলকাতা চেনার ঝলক কী দেখা যাবে আগামীকাল গানের মঞ্চে? জানতে অপেক্ষা ৩০ নভেম্বরের।
আরও পড়ুন: Samantha Ruth Prabhu: প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠান শহরে, তার মধ্যেই প্রিয়জনকে হারালেন সামান্থা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।