মুম্বই: সাফল্যের চিরাচরিত ধ্যানধারণা ভেঙে দিয়েছেন তিনি। শুধুমাত্র তারকা হিসেবে নয়, মানুষ হিসেবে সকলের মন কেড়ে নিয়েছেন সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। এবার হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদের সুর শোনা গেল তাঁর গলায়। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিল হিন্দুত্ববাদী সংগঠন, কড়া ভাষায় যার জবাব দিলেন দিলজিৎ। (Diljit Dosanjh)


এই মুহূর্তে 'Dil-Liminati Tour 2024' নিয়ে ব্যস্ত দিলজিৎ। কলকাতা, বেঙ্গালুর পর্ব মিটিয়ে মধ্যপ্রদেশের ইন্দৌরেও কনসার্ট সেরেছেন। আর ওই কনসার্ট ঘিরেই বিতর্ক দেখা দেয়। বিশ্ব হিন্দু পরিষদের শাখা সংগঠন বজরং দল দিলজিতের কনসার্টে আপত্তি জানায়। দিলজিতের বিরুদ্ধে দেশবিরোধী মন্তব্যের অভিযোগ করে তারা। (Bollywood News)


সংস্থার নেতা অবিনাশ কৌশল বলেন, "কৃষক আন্দোলন চলাকালীন একাধিক বার দেশবিরোধী মন্তব্য করেন দিলজিৎ। উনি খালিস্তানের সমর্থকও। এমন ব্যক্তিকে মা অহল্যার শহরে অনুষ্ঠান করতে দেব না আমরা। প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি কনসার্ট বাতিলের জন্য। তার পরও যদি কনসার্ট হয়, আমরা নিজেদের মতো করে প্রতিবাদ জানাব।" দিলজিতের কনসার্টে মাদকসেবন, মদ্যপানও চলে বলে অভিযোগ তোলেন বজরং দলের আর এক নেতা তন্নু শর্মা। 



এর পর রবিবার ইন্দৌরের মঞ্চে ওঠেন দিলজিৎ, আর সেখান থেকেই সব অভিযোগ, অপমানের জবাব দেন একেবারে অন্যভাবে। প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নেন কবি রাহত ইন্দৌরির কবিতার অংশ। মঞ্চে ঘুরে ঘুরে মুখস্ত বলে যান, "অগর খিলাফ হ্যায়, হোনে দো, জান থোড়ি হ্যায়। ইয়ে সব ধুঁয়া হ্যায়, আসমান থোড়ি হ্যায়। সভি কা খুন হ্যায় শামিল ইয়াহাঁ কি মিট্টি মেঁ, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়।" 


এর আগে, দেশের সংসদভবন থেকে মিটিং-মিছিলে বার বার শোনা গিয়েছে রাহৌত ইন্দৌরির বিখ্যাত কবিতাটি। কিন্তু কনসার্টের মাঝে প্রতিবাদের ভাষা হিসেবে দিলজিৎ ওই কবিতা পাঠ করবেন, তা আঁচও করতে পারেননি কেউ। কনসার্টের যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, কনসার্টের মাঝে হঠাৎই মঞ্চে ঘুরে ঘুরে মুখস্ত ওই কবিতা বলে যাচ্ছেন দিলজিৎ, আর দর্শকদের অবস্থা প্রায় পাগলপারা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। শিল্পীর এই প্রতিবাদী সত্তাকে বহু মানুষ কুর্নিশ জানিয়েছেন দিলজিৎকে।