কলকাতা: সাফল্য পেয়েছে 'কিশমিশ'। এবার ফের নতুন প্রেমের গল্প বলার জন্য তৈরি পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। ৩০ জুন থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। প্রযোজক সংস্থা এসভিএফের সঙ্গে এই প্রথম কাজ করছেন রাহুল। 


'কিশমিশ'-ও পর্দায় তুলে ধরেছিল একটা মিষ্টি প্রেমের গল্প। রাহুলের এই নতুন ছবির নাম 'দিলখুশ'। দুটি নয়, আটটি চরিত্র, আটটি জীবনের গল্প বলবে 'দিলখুশ'। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে ছবির মহরত। রাহুলের এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay), অনুসূয়া মজুমদার (Anusuya Mazumder), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), অনন্যা সেন (Ananya Sen), সোহম মজুমদার (Soham Majumdar), উজান চট্টোপাধ্যায় (Ujan Chatterjee), অঞ্জনা বসু (Anjana Basu) ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Brahmastra: জুতো পরে মন্দিরে প্রবেশ রণবীরের? 'ব্রহ্মাস্ত্র' বিতর্কে ব্যাখ্যা পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের


ছবি নিয়ে রাহুল মুখোপাধ্যায় বলছেন, 'দিলখুশ আমাদের রোজকার জীবনের একটা গল্প। রোজ চাওয়া-পাওয়া কল্পনার গল্প। এই গল্পটা ৮ জনের। তাঁদের প্রত্যেকের পরিস্থিতি আলাদা, গল্প আলাদা। কিন্তু তাঁরা এক সূত্রে বাঁধা। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে এই সব চরিত্ররা খুঁজে পাবে তাদের ভালোবাসাকে। প্রত্যেক ছবির গল্পের মতোই এই গল্পেও ওঠাপড়া রয়েছে তবে তো অত্যন্ত স্বতন্ত্র। আশা কি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ভালোবাসার গল্প।


সাফল্যের মুখ দেখেছে রাহুল মুখোপাধ্যায় পরিচালিত প্রথম ছবি। দেব-রুক্মণী জুটির এই ছবি মন ছুঁয়েছে দর্শকদের। রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে কৃশানু ওরফে টিনটিনের ভূমিকায় অভিনয় করেছেন দেব। তাঁর বিপরীতে রোহিনীর চরিত্রে রয়েছেন রুক্মিণী মৈত্র।  এছাড়াও ছবিতে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মাল্য।


ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে মহরত। এই ছবিতেও সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মথুরা পালিত। 'কিশমিশ'-এর দায়িত্বেও ছিলেন তিনিই। রাহুলের সঙ্গে এই প্রথম কাজ করবেন মধুমিতা, অনুসূয়া, অপরাজিতা, সোহমরা।