নয়াদিল্লি: ডিম্পল কাপাডিয়াকে এবার দেখা যাবে হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবিতে। নোলানের আগামী অ্যাকশন ছবি টেনেট, সেখানে ডিম্পল মুখ্য চরিত্রে রয়েছেন। তাঁদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ডিম্পলকে কোনও একটা দৃশ্য বোঝাচ্ছেন নোলান। ক্রিস্টোফার নোলান দ্য ডার্ক নাইট ট্রিলজি, ডানকার্ক, ইনসেপশন-এর মত ছবি করেছেন। ডিম্পল ছাড়াও টেনেট-এ দেখা যাবে রবার্ট প্যাটিনসন ও মাইকেল কেনকে। ছবির শ্যুটিং হবে ভারতে। টেনেট গোয়েন্দা গল্প, মূলত থ্রিলার মুভি। আগামী বছর ১৭ জুলাই মুক্তি পাবে ছবিটি।