আজ শতবর্ষে পা দিল কলকাতা তথা ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাল-হলুদ সদস্য-সমর্থকরা এই দিনটিকে বিশেষভাবে পালন করার উদ্যোগ নিয়েছেন। ক্লাবের পক্ষ থেকেও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইস্টবেঙ্গলের শতবর্ষে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Web Desk, ABP Ananda | 01 Aug 2019 11:46 AM (IST)
আজ শতবর্ষে পা দিল কলকাতা তথা ভারতের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল।
কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আজ ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন। ফুটবল এবং তার প্রচারের সাথে ক্লাবটির একটি গৌরবপূর্ণ সম্পর্ক রয়েছে। ঐতিহ্যবাহী এই ক্লাবের সকল প্রাক্তনী ও বর্তমান খেলোয়াড়, আধিকারিক এবং সমর্থকদের আন্তরিক শুভেচ্ছা।’