নানা পাটেকরের অন্ধকার দিক আমি দেখেছি, ভাইরাল ডিম্পল কাপাডিয়ার ভিডিও
ABP Ananda, Web Desk | 01 Oct 2018 11:01 AM (IST)
মুম্বই: তনুশ্রী দত্তের বোমা ফাটানোর পর অন্য অভিনেত্রীদের সঙ্গে নানা পাটেকরের ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এক সময় নানার সঙ্গে একাধিক ছবি করেন ডিম্পল কাপাডিয়া। তাঁর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ডিম্পল বলছেন, নানার অন্ধকার দিক দেখেছেন তিনি। ভিডিওটি ৮ বছরের পুরনো। তাতে দেখা যাচ্ছে, ডিম্পল বলছেন, তিনি নানা পাটেকরকে এমনভাবে দেখেছেন, যখন তাঁকে সহ্য করা যায় না কিন্তু যেহেতু তিনি অসাধারণ অভিনেতা তাই তাঁর শত অপরাধ মাফ করা যেতে পারে। ডিম্পল বলছেন, ও অসহ্য। আমার সঙ্গে খুব ভাল ব্যবহার করে, আমার ভাল বন্ধু। কিন্তু ওর অন্ধকার দিক দেখেছি আমি। দারুণ অভিনেতা তাই ওর শত অপরাধ মাফ করা যেতে পারে। চাইলে আমাকে মেরে ফেলুক কিন্তু ব্যক্তিগতভাবে ও কখনও কখনও অত্যন্ত অপ্রিয় ও অসহ্য হয়ে যায়। দেখুন ভিডিওটি