কোরবা: স্কুলে ক্লাস চলাকালীন ফোনে কথা বলায় বকাবকি করেন শিক্ষিকা। এর জেরেই আত্মহত্যা করল নবম শ্রেণির এক ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ছত্তিসগঢ়ের কোরবা জেলায়। আত্মহত্যার মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

দীপকা থানার স্টেশন হাউস অফিসার শরদ চন্দ্র জানিয়েছেন, ‘মৃতার নাম বাবলি যাদব। তিনি ননবিড়া গ্রামের সরকারি স্কুলের নবম শ্রেণিতে পড়তেন। শনিবার বিকেলে তিনি স্কুল চত্বরেই একটি গাছে ফাঁস দিয়ে আত্মঘাতী হন বাবলি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ক্লাস চলাকালীন মোবাইল ফোনে কথা বলছিলেন বাবলি। দেখতে পেয়ে যান শিক্ষিকা। এরপর জানলা দিয়ে বাইরে ফোন ফেলে দেন ওই ছাত্রী। তবে সেটি কুড়িয়ে নিয়ে আসেন শিক্ষিকা। তিনি বকাবকি করেন এবং প্রধান শিক্ষিকাকে ঘটনাটি জানান। এরপর প্রধান শিক্ষিকাও ওই ছাত্রীকে বকাবকি করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এর জেরেই আত্মহত্যা করেন ওই ছাত্রী।’

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাবা একজন কৃষক। তাঁকে স্কুলে ডেকে পাঠিয়েছিলেন প্রধান শিক্ষিকা। কিন্তু তিনি কাজ থাকায় স্কুলে যেতে পারেননি। স্কুল শেষ হওয়ার দীর্ঘক্ষণ পরেও বাড়ি না ফেরায় খোঁজ নিতে আসেন ওই ছাত্রীর ভাই। তখন গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।