কলকাতা: অভিনয় থেকে ব্যক্তিগত জীবন, সমস্ত কিছু নিয়েই চর্চায় ছিলেন তিনি। তবে এখন তাঁর চর্চায় থাকার কারণ শুধুমাত্র তাঁর শারীরিক অবস্থা। স্টেজ ২ ক্যানসারে আক্রান্ত ছোটপর্দায় অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। তাঁর লিভারে একটি টিউমর হয়েছিল। পরীক্ষা করে দেযা যায়, সেই টিউমর ম্য়ালিকন্যান্ট। অস্ত্রোপচার করাতে হবে দীপিকার। সোশ্যাল মিডিয়ায় প্রথম নিজের ব্লগে এই খবর দেন অভিনেত্রীর স্বামী শোয়ের ইব্রাহিম। দম্পতির এক বছরের ছোট্ট সন্তানও রয়েছে, রুহান। মায়ের ক্যানসারের কথা কি আদৌ বুঝতে পেরেছে সে?
ছেলে প্রসঙ্গে দীপিকা
ছেলে প্রসঙ্গে দীপিকা জানিয়েছেন, তাঁরা ছেলে রুহানকে বুঝিয়েছেন, মা ভাল নেই। ছেলেকে স্তন্যপান করাতেন দীপিকা, কিন্তু এখন তা বন্ধ। ছেলে রুহান একরত্তি হলেও, সে যেন বুঝতে পেরেছে মায়ের কিছু একটা হয়েছে। সে বারে বারে মায়ের কাছে আসছে, দেখছে। স্তন্যপান বন্ধ তার, বাইরের খাবার খাচ্ছে সে। তবে দীপিকা জানিয়েছেন, রুহান পরিস্থিতি খুব বুঝতে পারে। দীপিকা আরও বলেছেন, একটা সময়ে তিনি ক্যানসার শব্দটা শুনেই ভয় পেয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা দীপিকা ও শোয়েবকে বারে বারেই বলেছেন, দীপিকা একেবারে সুস্থ হয়ে যাবেন। তাঁর রোগমুক্তি ঘটবে। এই রোগ কঠিন হলেও একেবারে যে রোগমুক্তি ঘটে না এমনটা নয়। দীপিকা জানিয়েছেন, তাঁরা এখন শক্ত থাকার চেষ্টা করছেন।
অভিনয়ের আগে কী করতেন দীপিকা?
'শ্বশুরাল সিমর কা' ধারাবাহিকের হাত ধরে প্রচারের আলোয় আসেন দীপিকা। যদিও এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন নিয়ে হামেশাই চর্চায় ছিলেন দীপিকা। অনেকেই জানেন, তিনি প্রথম থেকেই অভিনয় করতেন। কিন্তু অনেকেই জানেন না, দিপীকা প্রথম জীবনে অভিনেত্রী ছিলেন না। প্রথম জীবনে দীপিকা ছিলেন বিমান সেবিকা। ৩ বছর তিনি বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন। সেই সময় থেকেই মুম্বইতে বসবাস করতেন তিনি। বিমানে কাজ করতে করতেই তাঁর আলাপ রৌনক স্যামসনের সঙ্গে। রৌনক পেশায় পাইলট। বিমানে কাজ করতে করতেই দীপিকার সঙ্গে রৌনকের প্রেম, তারপরে বিয়ে। কিন্তু রৌনক আর দীপিকার বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। তাঁদের এক কন্যাসন্তানও ছিল। বিয়ের ৪ বছরের মধ্যেই রৌনকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দীপিকার। এরপরেই দীপিকা পা রাখেন অভিনয়ে। তিনি প্রথম যে ধারাবাহিকে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকের নাম ছিল, 'নীল ভরে তেরে নেয়না দেবী'। এই শো-তে, ছোট চরিত্রের হাত ধরে প্রথম পর্দায় পা রাখেন দীপিকা। এরপরে তিনি সুযোগ পান, 'আগলে জনম মুঝে বিটিয়া হি কিজো' ধারাবাহিকে। এই ধারাবাহিকে রেখার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে।