নয়া দিল্লি: অপারেশন সিঁদুর এর মধ্য দিয়ে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার চরম প্রত্যাঘাত দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার শৌর্য দেখেছে গোটা দেশ। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 'অপারেশন সিঁদুর' এখনও জারি রয়েছে। এই প্রেক্ষাপটে দিল্লিতে বণিকসভার এক অনুষ্ঠান থেকে কয়েকটি প্রশ্ন তুললেন  বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। 

বায়ুসেনার প্রধান এয়ার চিফ এয়ারমার্শাল অমরপ্রীত সিং বললেন, 'আকাশকে শক্তিশালী করতে হবে। কোনও অভিযানই সাফল্য পাবে না, বায়ুসেনা শক্তিশালী না হলে। এটা এই অভিযানেও তা বুঝতে পারা গিয়েছে। আমাদের নিজেদের দেশে শুধু উৎপাদন করলেই হবে না, ডিজাইনও করতে হবে'। পাশাপাশি একটি সমস্যার কথাও তুলে ধরেন তিনি। বায়ুসেনার প্রধান এয়ার চিফ এয়ারমার্শালের কথায়, “সময়সীমা একটি বড় সমস্যা। আমার মনে হয়, এমন একটিও প্রকল্প নেই, যেটি সময়মতো সম্পন্ন হয়েছে। এই বিষয়টির উপর আমাদের নজর দিতে হবে। এমন কোনও প্রতিশ্রুতি আমরা কেন দেব, যা পূরণ করা সম্ভব নয়? চুক্তি স্বাক্ষর করার সময়, কখনও কখনও আমরা নিশ্চিতই থাকি যে এটি (সময়মতো) পাওয়া যাবে না। তা-ও আমরা চুক্তিতে স্বাক্ষর করি।”

বিমান বাহিনী প্রধান প্রতিরক্ষা ব্যবস্থায় বিলম্বের একাধিক ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেন, তেজস Mk1A যুদ্ধবিমানের সরবরাহ - যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) এর সঙ্গে ৪৮,০০০ কোটি টাকার চুক্তির আওতায় ছিল - এখনও স্থগিত রয়েছে, ৮৩টি অর্ডার করা বিমানের মধ্যে একটিও এখনও সরবরাহ করা হয়নি। প্রাথমিকভাবে সরবরাহ ২০২৪ সালের মার্চ মাসে শুরু হওয়ার কথা ছিল।                                  

আইএএফ প্রধানের মতে, বিলম্বের ফলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে রয়েছে তেজস এমকে১এ যুদ্ধবিমান, যা তিন বছরেরও বেশি সময় আগে স্বাক্ষরিত উচ্চমূল্যের চুক্তি সত্ত্বেও অসম্পূর্ণ রয়ে গেছে। তেজস এমকে২ এর প্রোটোটাইপ এখনও চালু হয়নি। স্টিলথ এএমসিএ যুদ্ধবিমানের এখনও কোনও প্রোটোটাইপ নেই। তিনি এও বলেন, "ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার জন্য আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে। ১০ বছরে, শিল্প থেকে আমাদের আরও বেশি উৎপাদন হবে, কিন্তু আজ আমাদের যা প্রয়োজন, তা আজই প্রয়োজন। আমাদের দ্রুত আমাদের কাজ একত্রিত করতে হবে। আমাদের বাহিনীকে ক্ষমতায়িত করেই যুদ্ধ জয় করা যায়।"      

সেই সঙ্গে সলমনের একটি ছবির সংলাপও শোনা গিয়েছে এয়ার মার্শালের মুখে-'একবার জো হমনে কমিট কিয়া হ্যাঁয়, ফির ম্যাঁয় আপনে আপ কি ভি নেহি শুনতা'।