রসদ আছে, তবে সুপারস্টার হওয়া থেকে এখন অনেক দূরে রণবীর, মত দীপিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2018 03:54 PM (IST)
মুম্বই: ‘ব্যান্ড বাজা বারাত’-এর বিট্টু শর্মা থেকে ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজি, অভিনেতা হিসেবে গত আট বছরে রণবীর সিংহ অনেকটা পথ পেরিয়ে আসতে পারলেও, তাঁর অভিনেতা হিসেবে এখনও অনেক পথ চলা বাকি। তাঁর মধ্যে সুপারস্টার হওয়ার সবরকমের রসদ থাকলেও, তিনি এখনও সেই লক্ষ্য থেকে অনেক দূরে। রণবীর সম্পর্কে এই মন্তব্য দীপিকা পাড়ুকোনের! কানাঘুষোয় টিনসেল টাউনে কান পাতলে শোনা যায় রণবীর-দীপিকা শীঘ্রই বিয়ে করছেন। অন-স্ক্রিনে একসঙ্গে এরমধ্যেই তিনটি ছবিতে কাজ করেছেন দীপভির। ‘পদ্মাবত’-এ রণবীরের অভিনয় সকলের প্রশংসা কুড়িয়েছে। এমনকি রণবীরেরও স্বীকারোক্তি, এই চরিত্র তাঁকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। সাম্প্রতিক এক সাক্ষাতকারে দীপিকাকে রণবীরের কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তার উত্তরেই দীপিকা বলেন, তিনি রণবীরের কাজে ভীষণই খুশি। অসাধারণ কাজ করছেন তিনি। এই চরিত্রটি করার থেকে রণবীরকে অনেকেই বাধা দিয়েছে, কিন্তু কোনও কথা না শুনেই এগিয়ে যান রণবীর। তাঁর কাজও অসাধারণ। শুধু রণবীর নন, শাহিদ প্রসঙ্গেও দীপিকার মত, শাহিদও জানতেন ছবিতে তাঁর ভূমিকা সম্পর্কে। কিন্তু সম্পূর্ন সততার সঙ্গে শাহিদ সেই কাজ করেছেন।