কলকাতা: তিনি আর বিতর্ক যেন মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে উঠেছেন। এর আগে, একবার বাংলা ছবিকে 'ঘটিয়া' অর্থাৎ খারাপ বলার জন্য বিতর্কে জড়িয়েছিলেন তিনি, আর এবার নবাগতদের সঙ্গে সাক্ষাৎ করার দর বেঁধে দিলেন তিনি! অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)। সোশ্যাল মিডিয়ায় আজ হঠাৎ বিস্ফোরক একটি পোস্ট করে, কেবল 'দেখা করা'-র জন্য আকাশছোঁয়া 'রেট' বেঁধে দিলেন পরিচালক! ঘটনাটা ঠিক কী? 


তিনি চিরকালই প্রতিবাদী ও বিতর্কিত। নিজের মতামত স্পষ্টভাবেই রাখতে পছন্দ করেন সবার সামনে। খুব একটা তোয়াক্কাও করেন না লোকনিন্দার। আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন অনুরাগ কশ্যপ। সেখানে তিনি লিখেছেন, 'নতুনদের সাহায্য করে অনেক সময় নষ্ট করেছি। তাঁদের অনেক সাহায্য করেছি। কিন্তু বেশিরভাগ সময়েই শেষমেষ গিয়ে দেখেছি তাঁরা ভীষণ মাঝারি মেধার। আর তাই, প্রত্যাশা নিয়ে যার-তার সঙ্গে আর দেখা করব না আমি। এবার আমি প্রত্যেক নবাগতের সঙ্গে দেখা করার বিনিময়ে টাকা নেব। ১০ থেকে ১৫ মিনিটের সাক্ষাতের জন্য ১ লাখ টাকা নেব আমি। আধঘণ্টা সাক্ষাৎ করার জন্য লাগলে ২ লাখ টাকা। ১ ঘণ্টা সাক্ষাতের বিনিময়ে আমি নেব পাঁচ লাখ টাকা। এখন থেকে এটাই আমার রেট। আমি নতুন মানুষদের সঙ্গে দেখা করে করে আর সময় নষ্ট করে করে একেবারে ক্লান্ত। এবার যদি মনে হয় এই অর্থ আপনি দিতে পারবেন, তবেই যোগাযোগ করবেন আমার সঙ্গে। আর হ্যাঁ, গোটা টাকাটাই আগাম দিতে হবে।'


সোশ্যাল মিডিয়ায় অনুরাগের এ হেন পোস্ট যথারীতি ভালভাবে নেননি নেটিজেনরা। ট্রোলিং থেকে শুরু করে ক্ষোভ, সবই রয়েছে কমেন্টবক্সে। তবে অনুরাগের লেখার ছত্রে ছত্রেও রয়েছে চূড়ান্ত বিরক্তি। ঠিক কী কারণে লেখক বিরক্ত হয়ে এইরকম পোস্ট করলেন, তা অবশ্য তিনি খোলসা করেননি। 


 






আরও পড়ুন: Partha Sarathi Dev Death: 'ওঁর মৃত্যুতে শোকাহত', পার্থসারথি দেবের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।