কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্টে লেখা মনের কথা। সঙ্গে ছবি। স্বভাবসিদ্ধ মৃদু হাসছেন কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়। আজ নিজের সাফল্যের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন উজান। কলকাতাবাসী উজানের ঠিকানা বদলাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ব সাহিত্য নিয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা করার জন্য বিশেষ বৃত্তি পেয়েছেন উজান।
সোশ্যাল মিডিয়া পোস্টে উজান লিখেছেন, ২০২১ সালটা তাঁর জীবনে অনেক খারাপ সময় নিয়ে এসেছে। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন উজান। সেরেও উঠেছিলেন। নিয়ম মেনে ফিরেছেন স্বাভাবিক জীবনে। কৌশিক-পুত্র লিখছেন, 'এই বছরটা জীবনে অনেক খারাপ পরিস্থিতি নিয়ে এসেছে। একটা ফাটল তৈরি করে দিয়েছে।' তবে শুধু অক্সফোর্ড নয়, আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও পড়াশোনার সুযোগ পেয়েছিলেন উজান। তবে অক্সফোর্ডক বিশ্ববিদ্যালয়কেই শেষমেষ বেছেছেন উজান। সেখানে পড়াশোন করার জন্য বৃত্তিও পাচ্ছেন তিনি।
তবে এই কৃতিত্ব নিজে নিতে চান না উজান। তিনি ধন্যবাদ জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালকের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, বন্ধুদের ও নিজের গোটা পরিবারকে। উজানের কথায়, তাঁরা মুখে কোনও কথা না বলে সবসময় পাশে থেকেছেন তাঁর। আবেগ দিয়ে উজান লিখছেন, 'আমি যখন লিখতাম, আমার পোষ্য জেট তাঁর হাঁটুতে মুখ রেখে ঘুমিয়ে থাকত। তার সান্নিধ্যও সাহায্য করেছে আমাকে।' উজান উল্লেখ করেছেন তাঁর দিদার কথাও। রাত জেগে নিজের লেখা লিখতেন উজান। আর দিদা মাঝেমধ্যেই তাঁর লেখা পড়তেন। ভুল শুধরেও দিয়েছে অনেকবার।
গত ফেব্রুয়ারি মাসেই এই সুখবর তিনি পেয়েছিলেন। কিন্তু তার পর থেকে পরিবারে শোকের ছায়া ঘনিয়ে এসেছিল উজানের। সেই রেশ কাটিয়ে নিজেকে মানসিকভাবে সুস্থ করে এত দিন বাদে সেই খবর নেটমাধ্যমে ভাগ করে নিলেন উজান।
উজানের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা থেকে শুরু করে অনুরাগীরাও। আপাতত পড়াশোনাই পাখির চোখ। তবে অভিনয় জগত থেকে সরছেন না উজান।