রিও দে জেনেইরো: কোপা আমেরিকার সেমিফাইনালে কাল ভারতীয় সময় ভোররাতে ব্রাজ়িলের সামনে পেরু। চিলিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছে গিয়েছেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়ররা। সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ পেরু শেষ আটের ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে।
সেমিফাইনাল লাইন আপ চূড়ান্ত হয়ে যেতেই অবশ্য বিশ্বের সমস্ত ফুটবলপ্রেমীরা প্রার্থনা শুরু করে দিয়েছেন ফাইনালে ব্রাজ়িল বনাম আর্জেন্তিনা দ্বৈরথের। বিশ্ব ফুটবলের দুই মহাশক্তিধর দেশ একে অপরের মুখোমুখি হওয়া মানেই ফুটবলের মণিমাণিক্য় ছড়িয়ে পড়া। সেই সুযোগের অপেক্ষায় রয়েছেন সকলেই। কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে খেলবেন লিওনেল মেসিরা।
অঙ্ক বলছে, পেরুর বিরুদ্ধে ঈর্ষণীয় রেকর্ড ব্রাজ়িলের। এখনও পর্যন্ত দক্ষিণ আমেরিকার দুই দেশ ৪৯ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৩৫টি ম্যাচই জিতেছে সেলেকাওরা। মাত্র ৫টি ম্যাচে জিতেছে পেরু। অমীমাংসিতভাবে শেষ হয়েছে ৯টি ম্যাচ। চলতি কোপা আমেরিকায় দুই দলই এক গ্রুপে ছিল। গ্রুপ বি-র ম্যাচে পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজ়িল। তবে দু'বছর আগে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজ়িলকে ১-০ গোলে হারানোর সুখস্মৃতি রয়েছে পেরুর। তবু, রেকর্ড বলছে ব্রাজ়িলই ফাইনালে ওঠার ব্যাপারে হট ফেভারিট।
সেমিফাইনালে মুখোমুখি হওয়া দল দুটি আসলে গত কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট। গতবারের চ্যাম্পিয়ন ব্রাজ়িলের সামনে আগের বারের রানার্স পেরু। তিতের ব্রাজ়িল গ্রুপ পর্বেও একবার তাদের পরীক্ষা নিয়েছিল। সেই ম্য়াচে পেরু হেরেছিল ৪-০ গোলে।
কোপায় একটি অনন্য রেকর্ড রয়েছে ব্রাজ়িল কোচ তিতের। এখনও পর্যন্ত কোপা আমেরিকায় ব্রাজ়িলের কোচ হিসাবে কখনওই হার দেখেননি তিতে। জয় ৮টি ম্যাচে। তাঁর প্রশিক্ষণে কোপায় ৩টি ম্যাচ ড্র করেছে ব্রাজ়িল। যে রেকর্ড ভরসা দেবে নেমারদের।
কখন, কোথায় দেখবেন ম্যাচ: ব্রাজিল বনাম পেরু খেলা শুরু ভোর ৪.৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।