কলকাতা: টলিউডে দ্বৈরথ। অভিনেতা টোটা রায়চৌধুরীর (Total Roy Choudhury) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda) ও প্রযোজকদ্বয় ময়ূখ চট্টোপাধ্যায় ও ঝুমা পাল। তাঁদের আগামী ছবির একটি অ্যাকশন দৃশ্য কাউকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। আজই নিজের সকালে, অক্ষয় তৃতীয়া উপলক্ষ্য়ে আগামী ছবির একটি ঝলক পোস্ট করেন টোটা। সেই পোস্ট থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। ঠিক কী অভিযোগ পরিচালকের? (Tollywood Tussle)
টোটার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পরিচালক রাজা চন্দ
শুক্রবার, ১০ মে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা টোটা রায়চৌধুরী। সেখানে তাঁকে অ্যাকশন অবতারে দেখা যায়। দুর্ধর্ষ মারপিটের সিনে ভরপুর একটি ভিডিও ক্লিপ তিনি পোস্ট করে লেখেন, 'যখন নাগরিকের সাহায্য প্রয়োজন হয়, তাঁরা পুলিশকে ডাকেন। যখন পুলিশের সাহায্যের প্রয়োজন হয়, তাঁরা রণদীপ রায়কে ডাকেন।' প্রসঙ্গত এই রণদীপ রায় তাঁর আগামী ছবি 'শপথ ২'-এর চরিত্রের নাম। যে ছবির পরিচালক রাজা চন্দ। যদিও পরিচালক এই ছবির নাম বদলানো হবে বলে জানিয়েছেন ইতিমধ্যেই।
টোটার পোস্ট করা ভিডিও প্রবল প্রশংসিত হয়েছে নেটিজেনদের থেকে। কিন্তু পরিচালক ও প্রযোজকের দাবি, এই ভিডিও পোস্ট করার বিষয়ে তাঁরা কিছুই জানতেন না। অর্থাৎ কাউকে কিছু না জানিয়ে, কোনও আলোচনা না করেই, 'নিজের সিদ্ধান্তে' এই ভিডিও পোস্ট করেছেন টোটা, দাবি পরিচালকের। এই ঘটনা ঘটেছে জানতে পেরে তিনি সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুই প্রযোজকও। তাঁদের দাবি, এই ঘটনা 'বেআইনি'। তাঁরা যোগাযোগও করেছিলেন অভিনেতার সঙ্গে, কিন্তু কোনও 'লাভ' হয়নি বলেই জানাচ্ছেন।
এই বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয় এবিপি লাইভের তরফে। রাজা চন্দ ফোনে এবিপি লাইভকে বলেন, 'এটা খুবই বিস্ময়কর ব্যাপার। এটা উনি কাউকে জানাননি। কেউ জানতেন না। আজ থেকে মাস দেড়েক আগে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য একটি ভিডিও ওঁকে দেওয়া ছিল। সেটা যে উনি এভাবে হঠাৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে আপলোড করে দেবেন এটা কেউ আমরা জানতাম না। পরিচালক হিসেবে আমি বা প্রযোজক বা কোআর্টিস্টরা কেউ জানতেন না।' মায়ের অসুস্থতা নিয়েই ব্যস্ত রাজা। তারই মাঝে একজনের পাঠানো লিঙ্কে জানতে পারেন এই পোস্টের কথা, জানান পরিচালক। এরপর অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি বলে দাবি রাজার। তিনি স্পষ্ট বলছেন, ' আমি যতটুকু আইন বুঝি তাতে আমি জানি এটা বেআইনি কাজ। এটা কেন করেছেন উনি, ওঁকে জিজ্ঞেস করি। মোদ্দা কথা ওঁর এটা ইগো, এটা জেদ। উনি প্রয়োজনই বোধ করেন না কাউকে জিজ্ঞেস করার। আমি ওঁকে জিজ্ঞেস করি যে অন্য পরিচালক হলেও এটা করতে? আমি ওঁকে শ্রদ্ধা করতাম, ভালবাসতাম খুবই। ওঁর কাজ আমার অত্যন্ত পছন্দের। গতকাল পর্যন্তও ওঁর সঙ্গে মেসেজে খুব ভাল কথা হয়েছে। আমি জানি না উনি এটা কোন মানসিকতা থেকে করলেন। আমি অনেকবার অনুরোধ করেছি পোস্ট ডিলিট করার জন্য! অনেক মেসেজ করেছি। ভিডিওয় ছবির নাম নেই, পরিচালক, প্রযোজক কারুর নাম নেই। এটা পোস্ট করা যায় না, বারবার বলি ওঁকে। কিন্তু আমার মেসেজের কোনও উত্তর উনি দেননি। তখন বাধ্য হয়ে আমি ভিডিও করি।'
এখানেই শেষ নয়। পরিচালকের আরও অভিযোগ কিছুদিন আগে প্রিভিউ কপি লেখা একটি ১০ সেকেন্ডের ভিডিও-ও কাউকে না জানিয়ে টোটা পোস্ট করেন নিজের প্রোফাইলে। কিন্তু সেটি ছোট ভিডিও হওয়ায় এবং পরিচালক অন্য কাজে ব্যস্ত থাকায় তখন বিশেষ মাথা ঘামাননি। কিন্তু ' মনে মনে খানিক অপমানিত বোধ ' করেছিলেন বলেও জানান রাজা। তবে তাঁর অভিযোগ ' এখন যেটা করলেন সেটা আমাদের ইন্ডাস্ট্রির প্রতি খারাপ বার্তা যায় যে যা খুশি করা যায় তার মানে! এটা তো ওঁর প্রপার্টি নয়, লক্ষ কোটি টাকা খরচ করে প্রযোজনা সংস্থা ওঁকে নিয়ে সিনেমা তৈরি করেছে, উনি সেগুলো নিজের ইচ্ছে মতন আপলোড করে দিতে পারেন না। এর বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত টোটার সোশ্যাল হ্যান্ডেলে ভিডিওটি বর্তমান। তাহলে পরিচালকের পরবর্তী পদক্ষেপ কী হবে? রাজা বলেন, ' আমি শুনলাম আমার প্রযোজকদের উনি বলেছেন এই ভিডিও উনি নামাবেন না, এটা ওঁর জেদ। এটা কেমন ইগো? ওঁর এই ইগো তো সর্বনেশে। গোটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেবে। উনি কর্ণ জোহর, সাজিদ নাদিয়াদওয়ালাকে ভিডিও দেখাবেন বলে চেয়েছিলেন। সেই কারণে মার্কেটিং, বাংলা সিনেমার প্রচারের কথা ভেবে আমরা পাঠিয়েছিলাম। কর্ণ জোহর দেখলাম ওঁর ভিডিও রিশেয়ার করেছেন। আমি ওঁকেও এই বিষয়টা জানিয়েছি। ওঁর প্রতিক্রিয়ার অপেক্ষা করছি। আমি তো আইন অতটা জানি না। আইনের মানুষেরা বলতে পারবেন, তবে এটা যদি বেআইনি হয় আমার জ্ঞান অনুযায়ী, তাহলে এরপর ওঁর বিরুদ্ধে প্রযোজনা সংস্থার আইনি ব্যবস্থা নেওয়া উচিত।'
এই প্রতিবেদন পাবলিশ হওয়া পর্যন্ত অভিনেতা টোটা রায়চৌধুরীর কোনও প্রতিক্রিয়া এবিপি লাইভ পায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সুইচড অফ মেলে। পরিচালক জানান শেষ হয়েছে ছবির শুটিং, এখনও ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এখন এই দ্বৈরথ কোন পর্যায়ে পৌঁছয় তা সময় বলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কৃষ্ণার জীবনে হাজির 'শাহরুখ' রাম! রোম্যান্টিক মুহূর্তে হাজির ঠাম্মি?