মুম্বই: 'বলিউডে, দীপাবলি সবসময়েই একজন খানের মুক্তির জন্য রিজার্ভ করা থাকে। এই দীপাবলিতেও খান মুক্তি পেল।' শনিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই এক মজার পোস্ট করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় চিত্র পরিচালক রাম গোপাল বর্মা। তবে এই প্রথম নয়, আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে এর আগেও একাধিক পোস্ট করেছেন তিনি।


২৩ দিন জেলে থাকার পর আজ অবশেষে বাড়ি ফিরলেন শাহরুখ-পুত্র। বেল বক্সে আজই এসে পৌঁছয় রিলিজ অর্ডার। জন্মদিনের দিন তিনেক আগেই ছেলেকে নিয়ে 'মন্নত'-এ ফিরলেন কিং খান। ছেলে ফেরার খুশিতে আলো দিয়ে সাজানো হয় গোটা বাড়ি। 


 






এমন অবস্থায় ট্যুইটারে মজার পোস্ট করলেন পরিচালক রাম গোপাল বর্মা। এমনিতে প্রত্যেক দীপাবলিতেই সাধারণত শাহরুখ খান তাঁর অনুরাগীদের নতুন নতুন ছবি উপহার দেন। বলিউডে 'দীপাবলি রিলিজ' বলতে কিং খানের ছবিই বোঝায়। যদিও গত ১ মাসে খুশির লেশমাত্র ছিল না খান পরিবারে। তবে দীপাবলির ঠিক এক সপ্তাহ আগে, গত বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট, মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খানের জামিন মঞ্জুর করেন। তাই চিত্রপরিচালকের ঘুরিয়ে মন্তব্য, এই দীপাবলিতে ছবি মুক্তি না পেলেও, ছেলে মুক্তি ঘটেছে শাহরুখের। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁর সেই ট্যুইট। অনেক নেটিজেন অবশ্য পরিচালকের পোস্টে মন্তব্য করেন, যে 'এত ক্রিয়েটিভিটি তাঁর ছবিতে দেখালে তো হিট ছবি পেত দর্শকেরা'।


তবে আরিয়ান খানের বাড়ি ফেরায় উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আলোয় সাজানো হয় 'মন্নত'। কিং খান নিজে ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন। অনুরাগীরা বাজি, তাসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতার বাড়ির সামনে।


আরও পড়ুন: Kajal Aggarwal Update: প্রথম বিবাহবার্ষিকীতে কীভাবে স্বামীকে শুভেচ্ছা জানালেন কাজল আগরওয়াল?