কলকাতা: বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। ৫৬ বছর পূরণ করলেন তিনি। বোনের এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাইবোনের তিনটি ছবি একসঙ্গে পোস্ট করে আদুরে ক্যাপশনও লিখেছেন সকলের প্রিয় বুম্বা দা।
সোশ্যাল মিডিয়ায় পল্লবীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, 'শুভ জন্মদিন পল্লবী চট্টোপাধ্যায়। তুই তো জানিসই এই বিশেষ দিনটা আমার কাছেও বরাবর খুব স্পেশাল। ভাল থাকিস, আনন্দে থাকিস।' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিতে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক অনুরাগীরা।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা। প্রায়ই শ্যুটিং সেট থেকে ছবি বা ছেলের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। অতনু ঘোষ পরিচালিত ছবি ‘শেষ পাতা’-য় অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই শুরু হয়েছে শ্যুটিংও। তাঁর চরিত্রের নাম বাল্মিকী। কিছুদিন আগে অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবির শ্যুটিংয়ের কয়েক ঝলক। দেখা যায় তাঁর বিশেষ লুকের কিছু অংশও।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ভিডিওয় তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তোলা ভিডিও। ক্যাপশনে লিখেছেন, 'শেষপাতা শ্যুট, বিহাইন্ড দ্য সিনস।' একইসঙ্গে মাস্ক খোলার কারণও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, 'শটের ঠিক আগেই মাস্কটা খুলে ফেলতে হয়েছিল স্পেশ্যাল মেকআপের জন্য।'
আরও পড়ুন: Big Boss 15: কাচের ঘরের রানি বলে কটাক্ষ সলমনের, কী উত্তর দিলেন ক্ষুব্ধ শমিতা?