কলকাতা: মৃত্যুরহস্য ঘরানার প্রথম ছবি 'ইকির মিকির'-এর (Ikir Mikir) পর দ্বিতীয় ছবি নিয়ে আসছেন পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। প্রকাশ্যে এসেছে প্রথম মোশন পোস্টার। ছবির নাম 'কালিয়াচক চ্যাপ্টার ১' (Kaliachak Chapter 1)। কাদের দেখা যাচ্ছে মুখ্য চরিত্রে?
পরিচালক রাতুল আনছেন দ্বিতীয় ছবি, 'কালিয়াচক চ্যাপ্টার ১'
ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা, পরিচালক রাতুল মুখোপাধ্যায়। এটি তাঁর পরিচালিত দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। 'কালিয়াচক চ্যাপ্টার ১' মূলত পশ্চিমবঙ্গের শহরতলির প্রেক্ষাপটে তৈরি একটি কাল্পনিক গল্প। ছবির গল্পটি একটি গোলকধাঁধার মতো এবং এর মধ্যে দর্শককে শেষ পর্যন্ত তাঁদের আসনে স্থির রাখার মতো সমস্ত উপাদান রয়েছে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম মোশন পোস্টার। শ্যুটিংও প্রায় শেষের দিকে। পরিচালক জানান কালিয়াচক অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং সেখানকার বরং বলা ভাল, গোটা মালদার মানুষের থেকে ছবির গোটা টিম ভালবাসাও পেয়েছেন। যদিও ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে মালদার রতুয়ায়।
মহম্মদ আজহারউদ্দিন প্রযোজিত, 'বাংলা ফিল্মস' ও 'শাহি বাংলা ফিল্মস' নিবেদিত 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবিতে দেখা যাবে একাধিক জনপ্রিয় শিল্পীকে। পুলিশ অফিসার সুধা মালাকারের চরিত্রে অভিনয় করবেন রূপাঞ্জনা মিত্র, ফজল মিঞাঁর চরিত্রে পার্থ সারথী, জাভেদ আহমেদের চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত, আশিক আহমেদের চরিত্রে অসীম আখতার, বিকাশ পারুইয়ের চরিত্রে দেবপ্রসাদ হালদার ও আক্রম আহমেদের চরিত্রে দেখা যাবে প্রতীশ ঘোষকে। ডিসেম্বরে ছবি মুক্তির কথা ভাবছেন পরিচালক। এই মাসেই এক বিশেষ দিনে টিজার মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে দিন এখনই বলতে চাননি তিনি।
পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের কথায়, 'আপাতত এই ছবিই আমার শেষ থ্রিলার হবে। থ্রিলার ঘরানার ছবি তৈরি করতে বিপুল পরিমাণ মস্তিষ্কের প্রয়োগ করতে হয়, যদিও সেটা আমি বেশ উপভোগই করি। এই ছবিটিকে আরও উপভোগ্য করে তোলার জন্য 'কালিয়াচক চ্যাপ্টার ১' তৈরির ক্ষেত্রে আমি ছবি তৈরির একটি নতুন দৃষ্টিভঙ্গী প্রয়োগ করার চেষ্টা করেছি। আমার টিমের প্রত্যেক অভিনেতা অভিনেত্রী এবং টেকনিশিয়ান দুর্দান্ত কাজ করেছেন এবং আমরা আশা করছি দর্শক ডিসেম্বরে হলে গিয়ে এই ছবি দেখতে পাবেন। একাধিক চলচ্চিত্র উৎসবেও দেখা যাবে। আশা করি, বেশ মনোরঞ্জক অডিও-ভিজ্যুয়াল সফর হতে চলেছে এটি।'
আরও পড়ুন: Mahira Khan Wedding: দ্বিতীয় বার বিয়ে সারলেন পাক-অভিনেত্রী মাহিরা খান, আবেগঘন বরের ভিডিও ভাইরাল
ছবির নামে উল্লেখ করেছেন 'চ্যাপ্টার ১'। তাহলে কি দ্বিতীয় ভাগের ইঙ্গিত রয়ে যাচ্ছে? পরিচালকের কথায়, 'কিছু সুতো নিশ্চয়ই ছাড়া থাকতে পারে, যেগুলো দর্শক যদি চান তাহলে আমরা চ্যাপ্টার ২-এ জুড়তেই পারি। তবে অবশ্যই দর্শকের ইচ্ছা থাকলে তবেই।' এই ছবির পর থ্রিলার থেকে খানিক বিরতি। তৃতীয় ছবির জন্য রাতুল হাত দেবেন আদ্যোপান্ত কমেডি ঘরানার ছবিতে। পরিচালকের মা, নিবেদিতা মুখোপাধ্যায়ের লেখা চিত্রনাট্যের ওপর ভিত্তি করে তিনি তৈরি করবেন 'নন্দ আর চন্দ'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন