মুম্বই: মুক্তির পর দুই বছর পার করল 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' (Gunjan Saxena: The Kargil Girl)। ছবির পরিচালক শরণ শর্মা (Sharan Sharma) ধন্যবাদ জানালেন ছবির গোটা টিমকে।
'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'-এর দুই বছর পূর্তি
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পরিচালক শরণ বেশ কিছু বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করলেন। সঙ্গে ক্যাপশন।
শরণ লেখেন, 'দুই বছর আগে আমরা একটি ছবি রিলিজ করি যা প্রচুর ভালবাসা ও আবেগ দিয়ে তৈরি করা হয়েছিল। এই ছবির গঠন ও মুক্তির সফর ছিল শিক্ষা ও জীবনপাঠে পরিপূর্ণ। তাঁদের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা এই ছবির সঙ্গে কাজ করেছেন এবং তাঁদের সেরাটা দিয়েছেন।'
কর্ণ জোহরকে (Karan Johar) আলাদা করে ধন্যবাদ জানাতে ভোলেননি। ' সবচেয়ে বড় ধন্যবাদ কর্ণ জোহরকে, একজন নতুন পরিচালকের ওপর ভরসা করার জন্য।'
'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' মূলত ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনার জীবনের ওপর নির্ভর করে তৈরি হয়েছে। কার্গিল যুদ্ধের সময়ে তিনি সর্বপ্রথম 'ওম্যান ইন কমব্যাট' হয়ে ইতিহাস সৃষ্টি করেন। ১৯৯৯ সালের যুদ্ধে আহত সৈন্যদের উদ্ধারে তাঁর অবদান অনস্বীকার্য। শৌর্য্য বীর সম্মানে ভূষিত করা হয় তাঁকে।
আরও পড়ুন: Siddhant Chaturvedi: আবেগঘন পোস্টে 'খো গয়ে হম কাহাঁ'র শ্যুটিং ব়্যাপ আপ ঘোষণা সিদ্ধান্ত চতুর্বেদীর
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। তাঁর বাবা চরিত্রে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে (Pankaj Tripathi)। জাহ্নবীর অভিনয়ের সঙ্গে পঙ্কজ ত্রিপাঠীকেও যে উদযাপিত করা হয় তা বলার অপেক্ষা রাখে না। একজন বাবা, যে তাঁর মেয়ের স্বপ্নের সঙ্গ দেয়, মেয়ের স্বপ্নউড়ানের সফরসঙ্গী হয়, মেয়ের সাফল্যে গর্বিত হয়। মেয়ের স্বপ্ন সত্যি করতে সমাজের সঙ্গে লড়তেও পিছপা হয় না সে।
এদিন ছবির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করতে 'ধর্ম প্রোডাকশন'-এর তরফেও একটি পোস্ট করা হয়। ছবিতে জাহ্নবী, পঙ্কজ ছাড়াও অভিনয় করেছেন বিনীত কুমার সিংহ, অঙ্গদ বেদী, মানব ভিজ।