নয়াদিল্লি: বলিউডে (Bollywood) পা রেখে থেকেই দর্শককে মুগ্ধ করে চলেছেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi)। এবার তিনি শেষ করে ফেললেন তাঁর আগামী ছবির কাজও। 


দুর্দান্ত, ঝলমলে পারফর্ম্যান্সে মাত করেছে সিদ্ধান্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর শেষ ছবি 'গহেরাইয়াঁ' (Gehraiyaan)। সেখানে 'জ্যায়েন'-এর (Zain) চরিত্রে মন ছুঁয়েছিলেন দর্শকদের। এবার তাঁর আগামী ছবি 'খো গয়ে হম কাহাঁ'র শ্যুটিং শেষ ('Kho Gaye Hum Kahan' Shooting Wrap Up) করে ফেলেছেন। 


'খো গয়ে হম কাহাঁ'র শ্যুটিং সারলেন সিদ্ধান্ত


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করলেন সিদ্ধান্ত। ছবিতে দেখা গেল দুই সহ-অভিনেতা অনন্যা পাণ্ডে (Ananya Panday) ও আদর্শ গৌরবকে (Adarsh Gourav) জড়িয়ে ধরেছেন হাসিমুখের সিদ্ধান্ত। ক্যাপশনে লিখলেন, 'অ্যান্ড ইটস এ ব়্যাপ!'


সেই সঙ্গে লিখলেন, 'আমরা জোয়ান, খানিক উন্মাদ ও চঞ্চল। মজা, আগ্রহী ও মিলেনিয়াল।' তিনি ধন্যবাদ জানান জোয়া আখতার ও রিমা কাগতিকে, 'শ্রেষ্ঠ শ্যুটিং অভিজ্ঞতা' দেওয়ার জন্য।


 






যদিও অনন্যা এবং সিদ্ধান্ত এর আগে একসঙ্গে কাজ করেছেন এবং দর্শকরা তাঁদের রসায়ন বেশ উপভোগ করেছেন, এই প্রথম তাঁদের সঙ্গে আদর্শ গৌরবকে দেখা যাবে। এছাড়া কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত চতুর্বেদীকে এরপর  ক্যাটরিনা কাইফ এবং ইশান খট্টরের সঙ্গে 'ফোন ভূত' এবং 'যুধরা'-তে দেখা যাবে যেখানে তিনি অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে।


আরও পড়ুন: Alia Bhatt: আলিয়ার পোস্টে রণবীরের ঝলক, মিলল 'জীবনের আলো'র খোঁজ


প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে শুরু হয় ছবির শ্যুটিং। একাধিক দুর্দান্ত ছবি দর্শকদের উপহার দিয়েছেন জোয়া আখতার। পরিচালনা ও প্রযোজনা, দুইয়েই সমান দক্ষ তিনি। সোশ্যাল মিডিয়ায় ১০ এপ্রিল তাঁর পোস্ট থেকে জানা যায় 'খো গয়ে হম কাহাঁ' ছবির শ্যুটিং শুরু হয়েছে। ক্যাপশনে লেখা হয়, 'হিয়ার উই গো'। জোয়া আখতারের পোস্টে শুভেচ্ছা জানিয়েছিলেন বন্ধু শ্বেতা বচ্চন। শুভেচ্ছা জানান ক্যাটরিনাও।