কলকাতা: বাংলার খ্য়াতনামা পরিচালকদের মধ্যে অন্য়তম পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় (Srijit Mukherji)। তাঁর ছবি মানেই বক্সঅফিসে তোলপাড়। তবে এবার সৃজিতের একটি পোস্ট সাড়া ফেলল নেটদুনিয়ায়। বুধবার তিনি ফেসবুকে লেখেন, 'its getting dark, too dark to see', অর্থাৎ, 'অন্ধকার নামছে, খুব অন্ধকার…'। সূত্রের খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত 'জুলফিকর' পরিচালক।
আপতত চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তবে এই ধরণের পোস্ট পরিচালক কেন লিখেছেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য়, বড়পর্দায় দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত দুর্গরহস্য-র টিজার।
এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন...
ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে 'হইচই' (Hoichoi)-এ মুক্তি পাবে ওই ওয়েব সিরিজ। এই টিজারে শোনা গেল অনির্বাণের গুরুগম্ভীর গলায় শোনা গেল সত্যের সন্ধানের ইঙ্গিত। গোটা টিজারে দেখা গেল বিভিন্ন সময়ের ঝলক, গোটা সিরিজটিই একটি পিরিয়ড পিস।
অন্য়দিকে, এই পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)। এই ছবির হাত ধরে একপর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসানকে। ২১ জুলাই থেকে শুরু হয়েছে 'দশম অবতার' ছবির শ্যুটিং। '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়েল এটি। ছবির সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাগবাজারের বসুবাটিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো প্রকাশ করা হয় গত ২০ জুলাই। 'দশম অবতার' ছবিতে একসঙ্গে দেখা যাবে '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা' ছবির বিজয় পোদ্দারকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন