কলকাতা: এবার পরিচালকের আসনে সুজয় পাল ও অংশুমান বন্দ্য়োপাধ্য়ায়। ছবির নাম 'দাফান'। ছিটমহল অঞ্চলের সামাজিক-রাজনৈতিক দিক নিয়ে তৈরি হতে চলেছে এই ছবি। সূত্রের খবর অনুযায়ী আগামী ২৬শে ফেব্রুয়ারী শুরু হতে চলেছে এই ছবির শুটিং। ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty), অনুষ্কা চক্রবর্তী, দেবেশ রায় চৌধুরী ও রেমোকে। রয়েছে টলি পাড়ার একাধিক চেনা মুখেরাও।
কী এই গল্পের প্রেক্ষাপট?
একদিন মধ্য়রাতে হঠাৎ তিনজন বন্দুকধারী এবং এক দম্পতিসহ একটি অ্যাম্বুলেন্সকে হাইজ্যাক করে। দুষ্কৃতীদের উদ্দেশ্য় ছিল, এই অপহরণের মাধ্য়েমে সরকারের কাছে নির্দিষ্ট কিছু বার্তা পৌঁছনো। রোমাঞ্চকর ঘাত-প্রতিঘাত, উত্থান-পতনের মধ্য়ে দিয়ে এগোয় ছবির গল্প। ছবিতে উঠে এসেছে একাধিক সামাজিক ও রাজনৈতিক দিকও। এই ছবি ক্য়ামারার দায়িত্ব সামলাবেন শুভদীপ নস্কর, ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অমিত ইশান। ছবি নিয়ে ইতিমধ্য়েই চড়ছে উন্মাদনার পারদ।
আরও পড়ুন...ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী
প্রসঙ্গত, কদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন বাংলার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। জাঁকজমক করে নিজেদের বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন অঙ্কিতা ও তাঁর স্বামী প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। গত বছর সমস্ত স্পটলাইট থেকে দূরে সরে ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের বেশ কয়েকদিন পর তা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর এবার প্রথম বিবাহবার্ষিকীতে (Ankita Prantik Wedding Anniversary) বিয়ের সম্পূর্ণ ভিডিও পোস্ট করেছিলেন এই দুই তারকা।
অন্য়দিক, 'সহবাস' ও 'সম্পূর্ণা'র পর অনুভব কাঞ্জিলালও (Anubhab Kanjilal) টলিপাড়ায় বেশ পরিচিত মুখ। 'সহবাস'ছবিটি এক প্রেমিক প্রেমিকা জুটির 'সহবাস'-এর গল্প নিয়ে। নিজে 'লিভ ইন'-এ কতটা বিশ্বাস করেন অনুভব? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলছিলেন,'সহবাস আর বিয়ের মধ্যে কোনও পার্থক্য় আছে বলে আমার মনে হয় না। একটায় আইনি কাগজে সই করতে হয়, অন্যটায় হয় না। যদি দুজন মানুষ একে অপরকে ভালোবেসে একসঙ্গে থাকতে চান, কিন্তু বিয়েতে বিশ্বাসী না হন, তাঁরা লিভ ইন করতেই পারেন। কিন্তু যদি লিভ ইন বিষয়টাকে হালকাভাবে নিলে আমার আপত্তি আছে। সম্পর্কের দায়িত্ব অবশ্যই নিতে হবে।'
আপতত 'দাফান' শুটিং কতটা জমজমাট হয়, অপেক্ষা সেটাই দেখার।