কলকাতা: গতকাল রাতে সোনু নিগমের (Sonu Nigam) কনসার্টে হুড়োহুড়ির জেরে আহত হয়েছেন ২জন। অনুষ্ঠানের শেষে গায়ককে ঘিরে নিজস্বী (Selfie) তোলার হিড়িক পড়ে যায়। গায়কের সঙ্গে থাকা দুই ব্যক্তি স্টেজ থেকে পড়ে যান। স্থানীয় বিধায়কের ছেলে হামলা চালান বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও শিবসেনা দাবি করেছে, বিধায়কের (MLA) ছেলে সেলফি তোলার জন্য সোনু নিগমের কাছে পৌঁছতে গেলে তাঁকে বাধা দেন গায়কের নিরাপত্তারক্ষী। তারপরই ধস্তাধস্তি, হাতাহাতি জেরে নিরাপত্তারক্ষীরা স্টেজ থেকে পড়ে যান। হেনস্থার অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিবসেনা (Shiv Sena) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। থানায় অভিযোগ জানিয়েছেন সোনু নিগম। ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এই ঘটনার পর আজ মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল সঙ্গীতশিল্পীর। তিনি জানালেন,'সব ঠিক আছে'।
আরও পড়ুন: ইতিহাসের পাতা থেকে উঠে এল ইন্দুবালার গল্প, টানটান ট্রেলারে মন কাড়লেন শুভশ্রী
ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর অনুযায়ী, শিবসেনার স্থানীয় বিধায়কের পুত্র সোনু নিগমের (Sonu Nigam) অনুরাগী। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সোনু নিগমের সঙ্গে দেখা করার চেষ্টা করেন তিনি। সেইসময় তাঁকে বাধা দেওয়া হয়। এরপরেই সেখানে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। সোনু নিগম ও তাঁর দেহরক্ষীদের সঙ্গে ওই বিধায়ক পুত্র ও তাঁর সঙ্গীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনায় আহত হয়েছিলেন সোনু নিগম (Sonu Nigam) । তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা যাচ্ছিল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে হাতাহাতির একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই শুরু হয়ে যায় সমস্যা। ঘটনায় আহত হয়েছেন সোনু নিগমের এক বন্ধুও। তাঁর নাম রব্বানি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই টলিউডে একটি কাজের সূত্রে কলকাতা এসেছিলেন সোনু। দেব (Dev) ও প্রসেনজিৎ চক্রবর্তী (Prosenjit Chatterjee) অভিনীত কাছের মানুষ (Kacher Manush) ছবিটিতে একটি গানের প্লেব্যাক করেছিলেন সোনু। সেই গানের মুক্তি ও ছবির প্রচারের জন্যই কলকাতায় এসেছিলেন সঙ্গীতশিল্পী।
গতকাল সঙ্গীতের মঞ্চে ধস্তাধস্তি হওয়ার পরও সোনু নিগমকে (Sonu Nigam) শারীরিকভাবে সুস্থ দেখে হাফ ছেড়ে বাঁচলেন তাঁর অনুরাগীরা।