মুম্বই: টেলি জগতের দুই জনপ্রিয় মুখ তাঁরা। জনপ্রিয়তাও কম নয়। কিন্তু হঠাৎ একই কারণের জন্য ভাইরাল হয়ে গিয়েছেন দুজনে।

দিশা পারমার ও শ্বেতা তিওয়ারি নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন দীপাবলি উপযাপনের ছবি। যেখানে কাকতালীয়ভাবে একইরকম দুজনের পোশাক।



হালকা নীল রঙের চান্দেরি সুট পরা দিশা ও শ্বেতার পোশাকের মিল নজর এড়ায়নি নেটিজেনদের। শুধু নজর এড়ানোই নয়, একই রকম পোশাকের বিষয়টি নিয়ে আলোচনা জুড়তে শুরু করে তা রীতিমতো ভাইরাল করে ছেড়েছেন তাঁরা।



বিগ বস-১৪ অনুষ্ঠানেই রাহুল বৈদ্য হাঁটু গেড়ে বসে দিশা পারমারকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর থেকেই এমনিতেই তাঁর সোশ্যাল মিডিয়ার দিকে বাড়তি নজর নেট বাসিন্দাদের। আর অন্যদিকে, কসৌটি জিন্দেগি কি খ্যাত শ্বেতা তিওয়ারির পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই।