মুম্বই: লকডাউন, সামাজিক দূরত্বের মধ্যেই চলে এসেছে দিশা পাটনির জন্মদিন। আর এই বিশেষ দিনে দিশাকে একেবারে চমকে দিলেন টাইগার শ্রফ। সোশ্যাল মিডিয়ায় টাইগারের পোস্ট করে দিশার ভিডিও দেখে অবাক অনুরাগীরা।

দিশার জন্মদিনে এক্কেবারে রাত ১২টার সময় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন টাইগার শ্রফ। সেখানে দেখা যাচ্ছে, গানের সঙ্গে বসে বসেই নিজের খেয়ালে নাচ করে চলেছেন দিশা। ভিডিও পোস্ট করে টাইগার লিখেছেন,'হ্যাপি বার্থডে রকস্টার।' দিশা সেই ভিডিও-র উত্তর দিয়ে লেখেন, 'থ্যাঙ্ক ইউ সুপারস্টার।' টাইগার আর দিশার সম্পর্কের জল্পনা আবার বলিউডের অন্যতম চর্চার বিষয়।



এদিকে অনুরাগীরা বেশ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন দিশার এই মজার ভিডিও। গানের সঙ্গে দিশার এই নাচ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।