EXCLUSIVE: ঠিক যেন তাসের ঘর! দাসপুরে খাল সংস্কারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2020 11:05 AM (IST)
আজ সকালে বাড়িটি প্রথমে হেলতে শুরু করে। সকাল সাড়ে ৮টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়ি।
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে খাল সংস্কারের সময় তাসের ঘরের মতো ভেঙে পড়ল চারতলা বাড়ি। নিশ্চিন্তিপুর এলাকায় শিলাবতী নদীর খাল সংস্কারের কাজ চলছিল। ক’দিন আগে খাল সংলগ্ন একটি চারতলা বাড়িতে ফাটল ধরে। সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। আজ সকালে বাড়িটি প্রথমে হেলতে শুরু করে। সকাল সাড়ে ৮টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা বাড়ি। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের কাজ ঠিকমতো না হওয়াতেই এই বিপত্তি। ভিডিওয় দেখুন,