কলকাতা: মথুরার দিই আধ্যাত্মিক গুরুর নামে বিতর্কিত মন্তব্য করার জের, গুলি চলল বলিউড অভিনেত্রী দিশা পাটানি (Disha Patani)-র বাড়ির সামনে। অভিযোগ, দিশা পাটানির দিদি, খুশবু পাটানি নাকি হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। সেই কারণেই এই গুলি চালনার ঘটনা। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করেছেন গোল্ডি ব্রার ও রোহিত গোদারা। তবে পুলিশ বিষয়টির তদন্ত চালাচ্ছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন দিশা ও খুশবু পাটানির বাবা। গুলি চলার সময় তিনি নিজেই সেখানে উপস্থিত ছিলেন। কী অভিজ্ঞতা হয়েছিল তাঁর

গুলি চালনা নিয়ে মুখ খুললেন দিশা পাটানির বাবা

দিশা ও খুশবুর বাবা নিজে একজন অবসরপ্রাপ্ত সৈনিক। তিনি জানিয়েছেন, গুলি চালানোর ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন। তিনি বলেন, বাড়ি লক্ষ্য করে, ৮ থেকে ১০ রাউন্ড গুলি চালানো হয় সেইদিন। সেই সময়ে তিনি বাড়ির ভিতরেই উপস্থিত ছিলেন। তবে পোষ্য কুকুর ডাকছে বলে তিনি সতর্ক হয়ে যান। বাড়ির বাইরে যাননি। নাহলে গুলি তাঁর গায়ে লাগত বলে আশঙ্কা দিশার বাবার। 

অভিনেত্রীর বাবা আরও জানান, গুলি গুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি এই দেশে নয়, বিদেশে তৈরি। গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার দায় স্বীকার করলেও পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন খুশবুর বাবা।

হিন্দু ধর্মগুরুদের অপমান নিয়ে সাফাই

অভিযোগ উঠেছিল, দিশার দিদি খুশবু নাকি হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। সেই কারণেই এই গুলি চলার ঘটনা। এই বিষয় নিয়ে মুখ খুলে দিশার বাবা বলেছেন, এই দাবি ভিত্তিহীন। তাঁর মতে খুশবুর নাম এই ঘটনায় অযথা জড়ানো হচ্ছে। তাঁদের গোটা পরিবার সনাতনী ও সবাই হিন্দুধর্মের শ্রদ্ধা করেন। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

খুশবুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি কটু ভাষায় সাধুদের অপমান করেছিলেন।