ভিডিওতে দেখা গিয়েছে, দিশা ফ্রন্ট ফ্লিপ করছেন। কিন্তু তা সম্পূর্ণ করার পরই ভারসাম্য হারিয়ে পড়ে যান। ভারসাম্য হারাতে দেখে ট্রেনার দিশাকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই পড়ে যান তিনি। ভিডিও পোস্ট করে দিশা ক্যাপশনে লিখেছেন, এ ভাবে ফ্রন্ট ফ্লিপ করবেন না। চোট পাওয়া হাঁটু নিয়েই 'মালাঙ্গ'-এর গানের নাচের দৃশ্যের রিহার্শাল করছি।
দিশার আগামী সিনেমা 'মালাঙ্গ'-এর ট্রেলার রিলিজ করেছে। ট্রেলারে দিশাকে গ্ল্যামারাস লুকে দেখা গিয়েছে। দিশা ছাড়াও এই সিনেমায় রয়েছেন আদিত্য রয় কপূর, কুণাল খেমু ও অনিল কপূরের মতো অভিনেতা।