সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দিশা বলেছেন, একবার কংক্রিটের মেঝেতে ট্রেনিং করার সময় পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। দিশা বলেছেন, আমি আমার জীবনের ছয়টি মাস হারিয়ে ফেলি। আমার কিছুই মনে ছিল না।
এত বড় দুর্ঘটনার পরও জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের সঙ্গে তাঁর সম্পর্ক ছেদ হয়নি।
ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই দিশা তাঁর জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের ভিডিও শেয়ার করে থাকেন। দিশার কথায়, যখন শ্যুটিং থাকে না, তখন তিনি প্রতি সপ্তাহে পালা করে জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্ট অনুশীলন করেন। তিনি বলেছেন, জিমন্যাস্টিকের তুলনায় মিক্স মার্শাল আর্ট কিছুটা সহজ। জিমন্যাস্টিকের জন্য দুটি বিষয় জরুরি-প্রথমত, এটি প্রত্যেকদিন অনুশীলন করতে হয়। দ্বিতীয়ত, এজন্য যথেষ্ট সাহসী হতে হয়।
দিশা বলেছেন, জিমন্যাস্টিক ও মিক্স মার্শাল আর্টের জন্যই তিনি এই জায়গায় পৌঁছেছেন। তিনি বলেছেন, এগুলি প্রত্যেকদিনই অনুশীলন করতে হয়।