মুম্বই: রবিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে বলিউড অভিনেত্রী দিশা পটানি (Disha Patani) জানালেন যে, তিনি 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) ছবির শ্যুটিং শেষ করলেন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, তারা সুতারিয়া এবং অর্জুন কপূর। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী দিশা পটানি। ছবিতে বেশ কয়েকজনের সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে তাঁকে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'এক ভিলেন রিটার্নস ছবির শ্যুটিং শেষ হল।'


গত বছরই 'এক ভিলেন রিটার্নস' ছবির শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে ছবির শ্যুটিং বেশ কিছুদিন বন্ধ থাকে। করোনা অতিমারির জন্য ছবির শ্যুটিং গোয়াতে স্থানান্তরিত করেন নির্মাতারা। অবশেষে এই ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেত্রী। এখন মুক্তি সময়ের অপেক্ষা।


আরও পড়ুন - Farhan Shibani Wedding: কবে রিসেপশন সদ্য বিবাহিত ফারহান-শিবানীর?


বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায় 'এক ভিলেন'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন সিদ্ধার্থ মলহোত্র, রীতেশ দেশমুখ, শ্রদ্ধা কপূর প্রমুখ অভিনেতারা। এই ছবির সিক্যুয়েল 'এক ভিলেন রিটার্নস'। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর পরিচালক মোহিত সুরির এই ছবি ঘিরে দর্শকের প্রত্যাশা অনেক। তা টের পাওয়া যাচ্ছে কমেন্ট বক্সে। নেট নাগরিকরা এই ছবির সিক্যুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন। জানা যায়, এই ছবিতে অর্জুন কপূর যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল অভিনেতা আদিত্য রয় কপূরের কাছে। কিন্তু পরিচালকের সঙ্গে অভিনেতার কিছু সমস্যার জন্য এই ছবি করতে রাজি হননি আদিত্য রয় কপূর। 


প্রসঙ্গত, দিশা পটানিকে খুব শীঘ্রই দেখা যাবে আরও বেশ কিছু ছবিতে। 'এক ভিলেন রিটার্নস' ছাড়াও তাঁকে দেখা যাবে 'যোদ্ধা' ছবিতে। কিছুদিন আগেই জানা যায়, 'যোদ্ধা' ছবির জন্য কোনওরকম সাহায্য ছাড়াই স্টান্ট করছেন দিশা।