কলকাতা: রাজ্যে (West Bengal) করোনায় দৈনিক আক্রান্তর (Daily Corona Case) সংখ্যা ৩০০-র নিচেই। সংক্রমণ-হারও ১ শতাংশের নিচে। ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ২৭৮ জন। একদিনে মৃত্যু হয়েছে ১৩ জনের। শুধুমাত্র কলকাতাতেই ৭ জনের মৃত্যু।
রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রবিবারের বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,১৩,৩৫৩ জন। আজকের হিসেব অনুযায়ী রাজ্যে (West Bengal) করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫৫৪০ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯,৮৬,৬৮১ জন। এদিন সুস্থতার হার ৯৮. ৬৮ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৭৩৫ জনের। পজিটিভিটি রেট ০.৯০ শতাংশ।
দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু। তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২৫। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২৭০। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩।
করোনার প্রকোপ গতমাসের চেয়ে কিছুটা কমলেও, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সব নাগরিকেরই টিকাকরণের উপর জোর দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদেরও যাতে টিকাকরণ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞ কমিটি পরামর্শ দিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য করোনার ভ্যাকসিন করবিভ্যাক্স ব্যবহার করা যেতে পারে। এবার ডিসিজিআই এর চূড়ান্ত অনুমোদন পেলেই হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন তৈরি হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।
আরও পডুন: India Corona Update: করোনায় দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু