কলকাতা: ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ নতুন ছবি। সম্প্রতি তাদের ট্যালেন্ট পুলের উপস্থিতিতে একাধিক নতুন প্রজেক্ট ঘোষণা করা হয়। তালিকায় যেমন আছে অজয় দেবগণ, সোনাক্ষী সিংহ, সঞ্জয় দত্ত অভিনীত 'ভূজ', তেমনই আছে সেফ আলি খান, ইয়ামি গৌতমের 'ভূত পুলিশ'। এখানেই শেষ নয়। হটস্টারের ২০২১-এর ক্যালেন্ডারে রয়েছে আরও একাধিক বড় চমক। কুণাল কপূর, শাবানা আজমি, দিনো মোরেয়ার 'দ্য এম্পায়ার' এবং সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠীর 'এসকেপ লাইভ'-ও মুক্তির অপেক্ষায়। এছাড়াও আছে টিসকা চোপড়া অভিনীত 'ফিয়ার ১.০'। জনপ্রিয় বই 'দোস প্রাইসি ঠাকুর গার্লস' থেকে তৈরি সিনেমাও এবার দেখা যাবে হটস্টারের পর্দায়।
হটস্টারের নিজস্ব হিন্দি এবং ইংরেজি ছবি বা ওয়েবসিরিজ দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়। টি২০ ক্রিকেটের সঙ্গেই একাধিক নতুন শো এবং সিনেমা মুক্তির কথা ঘোষণা করে একথা জানান ডিজনি প্লাস হটস্টারের প্রেসিডেন্ট সুনীল রায়ান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান বিভিন্ন আঞ্চলিক ভাষায়ও ছবি ও ওয়েব সিরিজ তৈরিতে জোর দিচ্ছে হটস্টার।
এছাড়াও দর্শকদের জন্য রয়েছে আরও সুখবর। সুস্মিতা সেনের 'আর্যা' এবং কে কে মেনন অভিনীত 'স্পেশাল অপস ১.৫' ফিরবে এই বছর। দর্শকদের মনোরঞ্জনের দায়িত্বে তালিকায় রয়েছে আরও নাম। শেফালি শাহ ও কীর্তি কুলহারি অভিনীত 'হিউম্যান', প্রতীক গাঁধী, রিচা চাড্ডা ও আশুতোষ রাণার 'সিক্স সাসপেক্টস' এবং অজয় দেবগণের 'রূদ্র' মুক্তি পাবে ২০২১-এ। থাকবে রেমো ডি'সুজার সঙ্গে 'ডান্স প্লাস'-এর পরবর্তী সিজন।
তারকাখচিত ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হয় হটস্টারের ২০২১ ক্যালেন্ডার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল কপূর, শাবানা আজমি, শেফালি শাহ, কীর্তি কুলহারি, সিদ্ধার্থ, রিচা চাড্ডা এবং প্রতীক গাঁধী। সঞ্চালনায় ছিলেন সুনীল গ্রোভার।
পিরিয়ড ড্রামা 'দ্য এম্পায়ার' দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে খাতা খুলছেন শাবানা আজমি। জীবনের বিভিন্ন ক্ষেত্রে মহিলারা এগিয়ে চলেছেন প্রতিনিয়ত। ওটিটি প্ল্যাটফর্মেও এবার মহিলাকেন্দ্রিক ছবি তৈরির সময় এসেছে। মত অভিনেত্রীর।
'রূদ্র-দ্য এজ অব ডার্কনেস' দিয়ে ডিজিট্যাল প্ল্যাটফর্মে নাম লেখালেন অজয় দেবগণও। 'একজন অভিনেতার কাছে মাধ্যম নয়, কাজই আসল। ডিজিটাল মাধ্যম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেখানে দর্শক আমাদের কাজ দেখুক, তার প্রশংসা করুক, সেটাই আমরা চাই', বলছেন অভিনেতা।
এই বছর ডিজনি প্লাস হটস্টারে কী কী মুক্তি পাচ্ছে, রইল তালিকা
দ্য এম্পায়ার
রূদ্র-দ্য এজ অব ডার্কনেস
আর্যা (দ্বিতীয় সিজন)
হিউম্যান
সিক্স সাসপেক্টস
সিটি অব ড্রিমস (সিজন ২)
এসকেপ লাইভ
ফিয়ার ১.০
ঘরসানা
মাই পারফেক্ট হাসব্যান্ড
ফ্যামিলি ম্যাটারস
দোস প্রাইসি ঠাকুর গার্লস
দ্য লেজেন্ড অব হনুমান (সিজন ২)
ডান্স প্লাস
ক্রিমিন্যাল জাস্টিস (সিজন ৩)
স্পেশাল অপস ১.৫
ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া
ভূত পুলিশ