টোকিও: টোকিও অলিম্পিক্সে শনিবার পদক জয়ের সম্ভানা প্রবল ভারতের। বিশেষ করে ব্যাডমিন্টনে পদক জয়ের আশায় বুক বাঁধবেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। পিভি সিন্ধুর হাত ধরেই আরও একটি পদক জয়ের আশা দেখছেন ভারতবাসীরা। কিন্তু শনিবার আরও কয়েকটি ইভেন্ট রয়েছে অলিম্পিক্সে, যা থেকে ভাল ফর্মের ব্যাপারে আশা রাখছেন সবাই।
শনিবার ভোর ৬টায় প্রথমে অ্যাথলেটিক্স ইভেন্টের খেলা। সেখানে মহিলাদের ডিসকাস থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্ব রয়েছে। সীমা পুনিয়া ও কমলপ্রীত কৌর প্রতিনিধিত্ব করবেন ভারতের হয়ে। এরপরই তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত কোয়ার্টার ফাইনালে নামবেন অতনু দাস। তাঁর খেলা শুরু সকাল ৭.১৮ থেকে।
বক্সিংয়ে পুরুষদের ফ্লাইওয়েট প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন অমিত পাঙ্ঘাল। কলম্বিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের এই তারকা বক্সার। এবারের অলিম্পিক্সে পদক জয়ের অন্যতম দাবিদার অমিত। এরপরই রয়েছে শ্যুটিংয়ের ইভেন্ট। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবেন অঞ্জুম মৌদগিল ও তেজশ্বিনী সবন্ত। শ্য়ুটিংয়ে বেলা ১২.৩০টায় রয়েছে এই ইভেন্টেরই ফাইনাল। সাঁতারেও নামবে ভারতের প্রতিনিধিরা।
এরপর রয়েছে হকি। মহিলাদের পুল এ গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন রানি রামপলরা। বক্সিংয়ে এদিন নামবেন পূজা রানি। বিকেল ৩.৩৬ এ বক্সিংয়ে মিডলওয় কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন পূজা। কেরিয়ারের প্রথম অলিম্পিক্সে নেমেই চমক দিচ্ছেন ভারতের মহিলা বক্সার পূজা রানি। মহিলাদের মিডলওয়েট বক্সিংয়ে (৬৯-৭৫ কেজি বিভাগ) আলজিরিয়ার ইচরাক চাইব-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন ভারতের বক্সার। ৩০ বছর বয়সী পূজা রানি বয়সে তাঁর চেয়ে ১০ বছরের ছোট প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ৫-০ ব্যবধানে জিতেছিলেন তিনি। দুবারের এশীয় চ্যাম্পিয়ন বক্সার পূজা সুবিধা পেয়ে যান তাঁর প্রতিপক্ষ রিংয়ে ভারসাম্য নিয়ে সমস্যায় পড়ে যেতে। প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেননি পূজা।
পুরুষদের লঙ জাম্পে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে এম শ্রীশঙ্করের। বিকেল ৩.৪০ থেকে রয়েছে এই ইভেন্ট। এরপরে ব্যাডমিন্টনে রয়েছে মহিলাদের সেমিফাইনাল। নামবেন পিভি সিন্ধু। চিনা তাইপে প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলতে নামবেন ভারতীয় শাটলার। বিকেল ৫টায় হওয়ার কথা সিন্ধুর ম্যাচ।