কলকাতা: বিস্ফোরক অভিযোগ। আক্ষরিক অর্থেই তাই। দিন কয়েক আগে, ফেসবুক লাইভ করে নিজেরাই গুঞ্জনে জল ঢেলেছিলেন। কিন্তু দিন কয়েক কাটতে না কাটতেই একেবারে উল্টো সুর! কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম ছিল। জনপ্রিয় ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়িকা দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) আর নায়ক জীতু কমল (Jeetu Kamal) নাকি একে অপরের সঙ্গে কথা বলছেন না। কেবলমাত্র শট দিচ্ছেন নিয়মমাফিক! ফ্লোরে তাঁদের মধ্যে নাকি সমস্যা চলছে! এই গুঞ্জন উড়িয়ে প্রথমে জীতু ব্যক্তিগতভাবে একটি পোস্ট করেছিলেন। পরবর্তীতে চ্যানেলের তরফ থেকে একটি ফেসবুক লাইভ করে জীতু আর দিতিপ্রিয়া পাশাপাশি বসে, কথা বলে গুঞ্জন নস্যাৎ করে দেন। সেখানেই বিষয়টা থেমে যেতে পারত। কিন্তু থামল না। দিন কয়েক যেতে না যেতেই, একেবারে সামাজিক মাধ্যমে নাম না করে, জীতু কমলকে নিয়ে বিস্ফোরক পোস্ট করলেন দিতিপ্রিয়া!
আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন দিতিপ্রিয়া। সেই পোস্টের ছত্রে ছত্রে ছিল বিস্ফোরক সব কথা। জীতুকে তিনি সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে জানান, ধারাবাহিক শুরু হওয়ার ১ মাস পর থেকেই নাকি জীতু তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। কারণ হিসেবে জানান, দিতিপ্রিয়ার মা-কে নাকি জিতপ ভয় পান। প্রসঙ্গত, দিতিপ্রিয়ার মা সবসময়েই শ্যুটিংয়ে যান নায়িকার সঙ্গে। তবে পাশাপাশি জীতু এ ও জানান, যে তিনি নাকি দিতিপ্রিয়াকে ভীষণ সম্মান করেন। তবে সমস্যা শুরু হয় তার পর থেকে। দিতিপ্রিয়ার অভিযোগ, জীতু কমল নাকি তাঁকে আপত্তিকর মেসেজ করেন। এমনকি AI দ্বারা নির্মিত তাঁর ও দিতিপ্রিয়ার একটি চুম্বনের ছবি নায়িকাকে পাঠান ও বলেন তাঁর প্রেমিককে সেই ছবি পাঠাতে। এতে নাকি নায়িকার বিচ্ছেদ হয়ে যাবে।
শোনা গিয়েছিল, জীতু দিতিপ্রিয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন ধারাবাহিকের দৃশ্য থেকে। সেই থেকেই নাকি সমস্যার সূত্রপাত। দিতিপ্রিয়া এদিনের পোস্টে সেই ছবির কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ছবিটি তাঁর পছন্দ হয়নি বলে তিনি সেই ছবিটিকে মুছে ফেলার অনুরোধ করেছিলেন। কোনও অশ্লীল মন্তব্য এসেছে, এমন ঘটনা ঘটেনি। দিতিপ্রিয়া আরও জানান, তিনি তাঁর সহ অভিনেতাকে সম্মান করেন। তবে এই কথাগুলো তিনি বলতে বাধ্য হচ্ছেন, কারণ বিষয়টা একতরফা হয়ে যাচ্ছে।
এই ঘটনা নিয়ে এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) যোগাযোগ করেছিল জীতু কমলের সঙ্গে। অভিনেতা বলেন, 'হাসি ছাড়া এর কোনও উত্তর আমার দেওয়ার নেই। দিতিপ্রিয়া খুব ছোট, ও একটা বাচ্চাদের মতো কাজ করেছে। ও জানেই না ও কী কী লিখেছে। আমার কাছে সমস্ত মেসেজের স্ক্রিনশট রয়েছে। ওই নিজে প্রথম আমায় মেসেজ করেছিল। যদি সত্যিটা লিখতেই হয়, পুরো সত্যিটা লিখুক। আমি ব্যক্তিগতভাবে সেটে খুব একটা কথা বলতে পছন্দ করি না। শট দিয়েই নিজের ঘরে গিয়ে বই নিয়ে বসে পড়ি। সবাইকে ভাল ভালই বলি। দিতিপ্রিয়ার বিষয়ে একটাই কথা বলার, ও ছোট বলে যে ভুলটা করেছে, আমি বড় হয়ে সেই ভুলটা করব না। আগামী দিনে যা পরিস্থিতি আসবে, তার জন্য তৈরি। তবে আমি পেশাদার মানুষ। অভিনয়ে কোনও প্রভাব পড়তে দেব না। 'গৃহপ্রবেশ'-এর মতো একটা সিনেমা হল, তারপরে ধারাবাহিকেও জনপ্রিয়তা পাচ্ছি.. এই গাত্রদাহই আসলে অনেকের হচ্ছে।'