লন্ডন: এক সময় ৩৭৪ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তিন উইকেটেই তিনশো রানের গণ্ডি পার করে ফেলেছিল। ক্রিজে উপস্থিত ছিলেন দুই সেঞ্চুরিয়ন হ্যারি ব্রুক ও সেঞ্চুরির পথে অগ্রসর জো রুট। সেখান থেকে দুরন্ত কামব্যাক করে ভারতীয় দল। ৬৬ রানের ব্যবধানে সাত উইকেট ফেলে দিয়ে ওভালে এক স্মরণীয় ম্য়াচ জিতে নেয় টিম ইন্ডিয়া। পাঁচ ম্য়াচের সিরিজ় ২-২ ড্রয়ে শেষ হয়।

রোমহর্ষক এক ম্যাচে ভারতের দুরন্ত জয়ের পর উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি। সচিন যেমন এই জয়ের পরে ভারতের পারফরম্যান্সকে ফুল মার্কস দেন। তিনি সোশ্যাল মিজিয়ায় লেখেন, 'টেস্ট ক্রিকেট। কী রোমহর্ষক! সিরিজ় ২-২। পারফরম্যান্স একেবারে ১০-এ ১০। ভারতের অতিমানবেরা!! দারুণ এক জয়।'

 

অপরদিকে বিরাট কোহলি নিজের পোস্টে মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে প্রশংসায় ভরালেন। তিনি লেখেন, 'টিম ইন্ডিয়ার দারুণ এক জয়। সিরাজ ও প্রসিদ্ধের প্রাণোচ্ছলতা এবং হার না মনোভাবই আমাদের এই দারুণ জয় এনে দিল। বিশেষভাবে আমি সিরাজের কথা বলব, ও দলের জন্য সব করতে পারে। ওর জন্য আমি খুব খুব খুশি।'

 

আরেক প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্ট ক্রিকেটকে সেরার তকমা দিয়ে লেখেন, 'টিম ইন্ডিয়া এক দারুণ ম্য়াচ জিতল। নিঃসন্দেহেই টেস্ট ক্রিকেট সর্বসেরা ফর্ম্যাট। দুরন্ত শুভমন গিলের নেতৃত্বে এই সাফল্যের জন্য দলের সকল সদস্য এবং কোচেদের অভিনন্দন। সিরাজ বিশ্বের কোনও প্রান্তেই এই দলকে হতাশ করেনি। ওর খেলা দেখতে দারুণ লাগে। প্রসিদ্ধ, আকাশ দীপ, জয়সওয়ালও ভাল পারফর্ম করেছে।'

 

সৌরভ, সচিন, বিরাটদের মতোই উচ্ছ্বাসে ভাসছেন অনিল কুম্বলে থেকে অজিঙ্ক রাহানেরাও। তাঁরাও সোশ্যাল মিডিয়ায় দলের এহেন পারফরম্যান্সে নিজেদের আনন্দ ব্যক্ত করেন।