কলকাতা: ছোটবেলা থেকে দোল খেলতে ভালবাসেন তিনি, তবে আবির দিয়েই। ছোটবেলায় একবার পাড়ায় দোল খেলতে বেরিয়েছিলেন, পাড়ার দাদা, গালে রঙ লাগানোর বদলে ভুল করে আবিরটা খাইয়ে দিয়েছিল তাঁকে। তারপর থেকেই নাকি রাস্তায় বেরিয়ে দোল খেলতে ভয় পান তিনি। এবিপি লাইভের সঙ্গে ছোটবেলার দোলের স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।                                                                                                                                                                                       


এবিপি লাইভের ফেসবুক পেজে দিতিপ্রিয়ার উদ্দেশে কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন অনুরাগীরা। সেইসমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে দোলের অভিজ্ঞতার কথা শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া। প্রশ্ন করা হয়েছিল, কোন রঙ ভালবাসেন তিনি। দিতিপ্রিয়া জানালেন, তাঁর প্রিয় রঙ সাদা, ধূসর, নীল ও কালো। তবে দোলের দিন রঙিন হতে পছন্দ করেন অভিনেত্রী। কেমন কাটে তাঁর দোল? দিতিপ্রিয়া বলছেন, 'ছোটবেলা থেকেই পাড়ায় বেরিয়ে দোল খেলার বদলে বন্ধু আর পরিবারের সঙ্গেই দোল খেলতে পছন্দ করতাম। একটা স্মৃতি মনে পড়ে, আমি পাড়ায় বেরিয়েছিলাম একবার। এক দাদা আমার মুখে আবির মাখাতে গিয়ে সেটা খাইয়ে দিয়েছিল। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। তার পরের বছর আমি রাস্তায় বেরতেই ভীষণ ভয় পেয়েছিলাম। এখনও তাই। আমার দোল খেলার জন্য একটা চেনা গণ্ডি, খুব কাছের মানুষদের প্রয়োজন। প্রত্যেক বছর বন্ধু আর পরিবারের সঙ্গেই দিনটা কাটাই। তবে রঙ নয়, আবির খেলতেই ভাল লাগে।'               


আরও পড়ুন: Swara Fahad Marriage: সিএএ, ইনকিলাব জিন্দাবাদ, স্বরা-ফাহাদের বিয়ের কার্ডে আঁকা রইল তাঁদের প্রেমের শুরু থেকে শেষ


বসন্ত মানেই প্রেম! সম্পর্ক নিয়েও প্রস্তাব এসেছিল দিতিপ্রিয়ার কাছে। অভিনেত্রী তার উত্তরে বললেন, 'প্রেম অনেক রকমের হয়। আমি প্রথম এবং ছোট থেকেই যে প্রেমটা করি সেটা আমার কাজের সঙ্গে। আমার কাছে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখন কাজই। বাবা ও মায়ের পরে জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কাজই।'