কলকাতা: বিয়ের নিমন্ত্রণপত্র বললেই আমাদের চোখে ভেসে ওঠে হাতে হাত অথবা গাঁটছড়ার ছবি। প্রেমের সম্পর্কের নজির, লাল রঙ... বিয়ের নিমন্ত্রণপত্র মানেই সেখানে রয়ে যাবে ভালবাসার কথা। কিন্তু সময়ের সঙ্গে বিয়ের কার্ডের ধরন। কাগজের কার্ড পেরিয়ে ডিজিট্যাল যুগে ডিজিট্যাল বিয়ের কার্ডের রমরমা। কিন্তু তাই বলে বিয়ের কার্ডে থাকবে সিএএ (CAA), ইনকিলাব জিন্দাবাদ (Inquilab Zindabad)!                                                                                                                                                                             


ঠিক এই কারণেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী স্বরা ভাস্বর (Swara Bhaskar) ও যুবনেতা ফাহাদ আহমেদের (Fahad Ahmed)। সদ্যই আইনি বিবাহ সেরেছেন তাঁরা। আর এবার, সামাজিক বিয়ের আয়োজন করেছেন স্বরা, ফাহাদ। ১১ মার্চ থেকে ১৬ মার্চ আয়োজন করা হয়েছে স্বরা ও ফাহাদের বিয়ের। অতিথিদের কাছে যে নিমন্ত্রণপত্র পৌঁছেছে, তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।             


আরও পড়ুন: Dev Injured: 'বাঘাযতীন'-এর শ্যুটিং করতে গিয়ে আহত দেব, চোখে আঘাত নিয়েই জানালেন রঙের উৎসবের শুভেচ্ছা


কী রয়েছে সেই বিয়ের কার্ডে? স্বরা-ফাহাদের বিয়ের কার্ড ৩ পাতার। প্রথম ছবিতে, যেন পিছন থেকে একটি দৃশ্যের দিকে তাকিয়ে রয়েছেন স্বরা-ফাহাদ আর এক পোষ্য বেড়াল। কী সেই দৃশ্য? যুগলে আসলে বিয়ের কার্ডে দেখাতে চেয়েছেন, কীভাবে হয়েছিল তাঁদের বিয়ে, তারপর প্রেম। স্বরা ও ফাহাদের দেখা হয়েছিল সিএএ-র প্রতিবাদ মিছিলে। তাই বিয়ের কার্ডেও রয়েছে সেই পোস্টার, 'কাগজ হাম নেহি দিখায়েঙ্গে'। এছাড়াও রয়েছে 'হাম সব এক হ্যায়' লেখা পোস্টার। সেই দৃশ্যে দেখা মিলেছে একটি ব্রিজ, মহাত্মা গাঁধীর ছবি, মেরিন ড্রাইভ, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র পোস্টার, গালিব নামে তাঁদের প্রিয় পোষ্য বেড়াল, আর ভালবাসার বার্তা।                 


শেষ পাতায় নাম রয়েছে স্বরা ও ফাহাদের নাম। সোশ্যাল মিডিয়ায় এই কার্ড প্রকাশ পাওয়ার পর থেকেই অনেকেই তাঁদের এই ধারণার ভূয়সী প্রশংসা করেছেন। বিপ্লব আর প্রেমের মিশেলে তৈরি স্বরা ফাহাদের এই বিয়ের কার্ড।