কলকাতা: বলিউডের তুখোড় অভিনেত্রী তিনি। কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্য ধারার ছবিতে অভিনয় করেও তিনি বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। শুধু বলিউড সফর নয়, ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট খোলামেলা, স্পষ্টভাষী তিনি। তাঁর ব্যক্তিত্বও দুর্দান্ত। তবে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার এই সফরটা খুব সহজ ছিল না তাঁর কাছে। তামিল ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। দিয়া মির্জা (Diya Mirza)


২০০১ সালে 'রহেনা হ্যায় তেরে দিল মে' (Rehnaa Hai Terre Dil Mein) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন দিয়া। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ার শুরুর কথা বলতে গিয়ে দিয়া জানিয়েছেন, তামিল ছবিতে 'এক্সট্রা' হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। গ্ল্যামার জগতে অবশ্য তাঁর পা রাখা মডেলিংয়ের হাত ধরেই। ১৯৯৯ সালে 'জুমবালাখ্খা' (Jumbalakka) ছবিতে একজন 'এক্সট্রা' হিসেবে কাজ করেছিলেন দিয়া। সেই ছবির নায়ক নায়িকা ছিলেন অরবিন্দ স্বামী (Arvind Swamy) ও ইশা খোপড়িকর (Isha Koppikar)।


সাক্ষাৎকারে দিয়া বলছেন, ' আমি 'জুমবালাখ্খা' ছবিতে একজন 'এক্সট্রা'-র কাজ করেছিলাম। সেই উপার্জন দিয়ে আমি আমার প্রথম পোর্টফোলিও শ্যুট করাই। সেটা ছিল 'রামোজি রাও ফিল্ম সিটি'-তে। ওখানে আমার ৪-৫ জন বন্ধু ছিল। আমরা একসঙ্গে খুব ভাল সময় কাটাতাম। রাজু সুন্দরম নাচতেন, মিঙ্ক গানের অংশ ছিল। আমাদের লক্ষ্য ছিল পর্যাপ্ত অর্থ জোগাড় করা যাতে আমরা একটু যা ইচ্ছে তাই করতে পারি।'


প্রথম করা দিয়ার সেই মিউজিক ভিডিওটি রয়েছে ইউটিউবে। সেইসময়ে দিয়ার বয়স ছিল মাত্র ১৫ বছর। এম এম কিরাবানি (M M Keeravani) গানটি কম্পোজ করেছিলেন। গোটা গানটিরই শ্যুটিং হয়েছিল হায়দরাবাদে।



সদ্য মুক্তি পেয়েছে দিয়া মির্জা অভিনীত ছবি 'ভিড়' (Bheed)। মাতৃত্বের পরে এই ছবির হাত ধরেই বলিউড ছবিতে ফিরলেন দিয়া। কিন্তু কড়া বাস্তবকে তুলে ধরা এই ছবিতে অভিনয়ের আঁচ ব্যক্তিগত জীবনেও পড়েছিল দিয়ার। বাড়িতে ছোট্ট ছেলেকে ছেড়ে অভিনয়ে আসতের তিনি। এমনকি মুম্বইতে মায়ের কাছে ছেলেকে রেখে সফরও করতে হয়েছিল দিয়াকে। পর্দায় তাঁর চরিত্রে যেমন ফুটিয়ে তুলতে হয়েছিল বিচ্ছেদের যন্ত্রণা, তাকে যেন অন্তর দিয়ে অনুভব করতেন দিয়া। নিজের জীবনেও যদি এমন পরিস্থিতি হয়? ভয় পেতেন অভিনেত্রী। 


দিয়া বলছেন, '৬ মাসের ছোট্ট অভ্যানকে বাড়িতে রেখে আসা আমায় মানসিকভাবে ঠিক সেই পরিস্থিতির মধ্যেই ফেলেছিল, যেটা আমায় পর্দায় ফুটিয়ে তুলতে হত। এমন লোকেশন বা পরিস্থিতিতে আমরা শ্যুটিং করতাম যেখানে আমার সঙ্গে অভ্যানকে রাখা সম্ভব ছিল নাম। মুম্বইয়ের বাড়িতে মা আর বৈভবের কাছে রেখে এসেছিলাম অভ্যানকে। ৬ মাসের খুদের থেকে এই প্রথম এতদিন দূরে থাকলাম আমি। গোটা পরিস্থিতিটা আমার জন্য মোটেই সহজ ছিল না। বরং বলব, শ্যুটিংয়ে এই কাজটাই সবচেয়ে কঠিন ছিল আমার জন্য।'


আরও পড়ুন: Aishwarya Rai Bachchan: 'পোনিয়িন সেলভান-২'-এর ট্রেলার প্রকাশ্যে, নজর কাড়লেন ঐশ্বর্য্য